Mohammad Sami: '১৬২, ১৬৪ কিমি গতিতেও বল করেছি!' চাঞ্চল্যকর দাবি মহম্মদ সামির

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলভারির নজির এখনও রয়েছে আখতারের ঝুলিতে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' বল করেছিলেন ১৬১ কিলোমিটার প্রতি ঘণ্টায়।  

Updated By: May 1, 2022, 03:36 PM IST
Mohammad Sami: '১৬২, ১৬৪ কিমি গতিতেও বল করেছি!' চাঞ্চল্যকর দাবি মহম্মদ সামির
শোয়েব আখতারের থেকেও করেছেন জোরে বল! দাবি মহম্মদ সামির

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান (Pakistan) একাধিক কিংবদন্তি জোরে বোলারের জন্ম দিয়েছে। যারা বিগত এক দশক বাইশ গজে দাপট দেখিয়ে রাজত্ব করেছেন। ওয়াসিম আক্রম (Wasim Akram) ও ওয়াকার ইউনিসের (Waqar Younis) জোড়া ফলা নয়ের দশকে প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন ছিল। 

এরপর আগুন ঝলসান স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar)। ২০০০ পর্যন্ত দাপট দেখান তিনি। এরপর মহম্মদ সামি (Mohammad Sami), মহম্মদ আসিফ (Mohammad Asif) ও মহম্মদ আমিররা (Mohammad Amir)। পাকিস্তানের জার্সিতে তাঁরা ফুল ফুটিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলভারির নজির এখনও রয়েছে আখতারের ঝুলিতে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' বল করেছিলেন ১৬১ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কিন্তু আখতারের প্রাক্তন সতীর্থ সামি বলছেন যে, তিনি ১৬২ ও ১৬৪  কিমি গতিতেও বল করেছেন!

পাকটিভিডটটিভি-তে দেওয়া এক সাক্ষাৎকারে সামি বলছেন, "একটা ম্যাচে আমি ১৬২ ও ১৬৪  কিমি গতিতে বল করেছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল যে, বোলিং মেশিন কাজ করেনি। তাই সেই রেকর্ড নথিভুক্ত হয়নি। কেউ যদি বোলিংয়ের সার্বিক ইতিহাস খেয়াল করে, তাহলে দেখা যাবে যে, যারা ১৬০ কিমি প্রতি ঘণ্টায় বল করেছে, তারা এক বা দু'বার সেই নজির গড়েছে। "

সামি ২০০৩ সালে শারজাতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫৬.৪ কিমি বেগে বল করেছিলেন। সেটাই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের দ্রুততম ডেলিভারি। সামি ২০০১ সালে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১৫ বছরের বর্ণাঢ্য কেরিয়ার শেষ হয় তাঁর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সামি ৩৬টি টেস্ট, ৮৭টি ওয়ানডে ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেন দেশের হয়ে।

আরও পড়ুন: Gujarat Titans: এমনটা মুম্বই-চেন্নাই কখনও পারেনি! আইপিএলে ইতিহাস লিখল হার্দিকের গুজরাত

আরও পড়ুনWATCH, Mohammed Shami: কোহলির সঙ্গে এমন আচরণে হৃদয় ছুঁয়ে নিলেন শামি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.