রেঞ্জার্সের দায়িত্বে স্টিভেন জেরার্ড
নতুন দায়িত্বে আপ্লুত স্টিভেন। নিঃসন্দেহে নতুন চ্যালেঞ্জ। রেঞ্জার্সের কোচ হয়ে জেরার্ড জানিয়েছেন, " এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি খুশি...
নিজস্ব প্রতিবেদন : ইঙ্গিত আগেই মিলেচিল। প্রত্যাশামতোই রেঞ্জার্সের কোচ হলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড। আগামী চার বছরের জন্য স্কটিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।
GALLERY: View the gallery from today at Ibrox as Steven Gerrard was appointed manager.
https://t.co/HagoZ9q3iS pic.twitter.com/M54ZbaI26S
— Rangers Football Club (@RangersFC) May 4, 2018
নতুন দায়িত্বে আপ্লুত স্টিভেন। নিঃসন্দেহে নতুন চ্যালেঞ্জ। রেঞ্জার্সের কোচ হয়ে জেরার্ড জানিয়েছেন, " এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি খুশি। এই ক্লাবের ইতিহাস এবং সংস্কৃতি বহু পুরোনো। কবে মাঠে নামব সেইজন্য অপেক্ষা করছি।" রেঞ্জার্স ক্লাবের ফ্যানদের সঙ্গেও দেখা করেন জেরার্ড। সমর্থকদের জন্যই রেঞ্জার্সে যোগ দেওয়া বলেও জানান তিনি।
"The supporters are one of the main reasons I took this job. I understand their loyalty, I understand their passion and their desire. They want to watch a winning team and they want a team that can compete and they can be proud of."
MORE https://t.co/rmJisB1l5k#LetsGo pic.twitter.com/QN1Awuvqgv
— Rangers Football Club (@RangersFC) May 4, 2018
লিভারপুল ছাড়ার পর আমেরিকার মেজর সকার লিগে বেশ কিছুদিন খেলেন স্টিভেন। তারপর লিভারপুল অ্যাকাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার স্কটিশ লিগের ক্লাব রেঞ্জার্সে কোচিং জীবন শুরু করলেন ৩৭ বছর বয়সী জেরার্ড। জেরার্ডের কোচিং স্টাফ কারা হবেন তা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- এশিয়ান কাপের নকআউট পর্বে যাওয়ার ব্যাপারে আশাবাদী কনস্ট্যানটাইন