I LEAGUE 2019-20: পাহাড়ে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
নেরোকার বিরুদ্ধে ম্যাচে জোড়া পরিবর্তন করতে পারেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
নিজস্ব প্রতিবেদন : বনধের মধ্যেই ইম্ফলে আই লিগের (I LEAGUE 2019-20) ম্যাচে নেরোকার (Neroca FC) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষের থেকেও কোলাডোদের ক্লান্তিই বেশি ভাবাচ্ছে ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রোকে। নেরোকার বিরুদ্ধে ম্যাচে জোড়া পরিবর্তন করতে পারেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
লুধিয়ানার মতই মণিপুরেও অনুশীলন না করেই মঙ্গলবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে নেরোকা এফ সি। সোমবার দুপুরে গুয়াহাটি থেকে ইম্ফল পৌঁছয় আলেসান্দ্রো ব্রিগেড। স্বাভাবিকভাবেই অনুশীলনের পথে হাঁটেননি স্প্যানিশ কোচ। প্রতিপক্ষের থেকেও কোলাডোদের ক্লান্তিই ভাবাচ্ছে আলেসান্দ্রোকে।
আরও পড়ুন- বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় এলেন ধোনি
প্রথম দু ম্যাচে জয় আসেনি। প্রতিকূলতার মধ্যেও তাই ইম্ফল থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। পঞ্জাব ম্যাচের দলে দুটো পরিবর্তন করতেই হচ্ছে ইস্টবেঙ্গলকে। চিকেন পক্স হওয়ায় শহরে ফিরেছেন মেহতাব। তার জায়গায় ডিফেন্সে সম্ভত খেলবেন আসির আখতার। মাঝমাঠে চোট পাওয়া তনডোম্বার জায়গায় খেলতে পারেন রউলপুঁইয়া। এদিকে মঙ্গলবার মণিপুর জুড়ে বনধ রয়েছে। তবে আই লিগ সিইও সুনন্দ ধর জানাচ্ছেন ম্যাচ হতে কোনও অসুবিধা নেই।