আই লিগের মেগা ম্যাচে `বাংলার মশাল` বনাম `গোয়ার গর্ব`

শনিবার আইলিগে হাইভোল্টেজ ম্যাচ। যুবভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি ইস্টবেঙ্গল ও ডেম্পো। আর এই ম্যাচ নিয়ে ফুটবল জ্বরে ভুগছে শহর। ফুটবলের বিশেষজ্ঞ মহলের ধারণা এবারের আই লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে শনিবারের এই ম্যাচ। দুটো দলের কাছেই এই ম্যাচটা প্রতিশোধের। ফেড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের প্রতিশোধ নিতে চায় আর্মান্দো কোলাসোর দল। অন্যদিকে গত কয়েক মরসুমে আই লিগে ডেম্পোর একাধিপত্যে আঘাত আনতে চায় মরগ্যান ব্রিগেড। আর তাই শনিবারের ম্যাচ নিয়ে সরগরম ময়দান।

Updated By: Nov 2, 2012, 08:10 PM IST

শনিবার আইলিগে হাইভোল্টেজ ম্যাচ। যুবভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি ইস্টবেঙ্গল ও ডেম্পো। আর এই ম্যাচ নিয়ে ফুটবল জ্বরে ভুগছে শহর। ফুটবলের বিশেষজ্ঞ মহলের ধারণা এবারের আই লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে শনিবারের এই ম্যাচ। দুটো দলের কাছেই এই ম্যাচটা প্রতিশোধের। ফেড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের প্রতিশোধ নিতে চায় আর্মান্দো কোলাসোর দল। অন্যদিকে গত কয়েক মরসুমে আই লিগে ডেম্পোর একাধিপত্যে আঘাত আনতে চায় মরগ্যান ব্রিগেড। আর তাই শনিবারের ম্যাচ নিয়ে সরগরম ময়দান।
তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে আইলিগ চ্যাম্পিয়নরা এবার ফর্মের তুঙ্গে। রন্টি নেই তো কি হয়েছে, রোহন রিকেটস তো আছে। এমনই বডি ল্যাঙ্গোয়েজ গোয়ান দলটির মধ্যে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ট্র্যাকরেকর্ড বেশ খারাপ। খবরটি অজানা ছিল সুয়েকার। কিন্তু সেসব নিয়ে মাথা ব্যাথা নেই।কিন্তু গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরি ম্যাচ নিয়ে খানিকটা ডিফেন্সিভ। তিন পয়েন্ট নয়, এক পয়েন্টই লক্ষ্য ডেম্পো গোলরক্ষকের।
আইলিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে খোশমেজাজে ডেম্পো শিবির। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খারাপ রেকর্ড মাথায় না রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া ক্লিফর্ড-সুয়েকারা।
আই লিগের সুপার স্যাটারডে-তে যুবভারতীতে মাঠে নামছে ফেডকাপের দুই ফাইনালিস্ট ইস্টবেঙ্গল বনাম ডেম্পো। সাম্প্রতিক ফর্মের বিচারে ভারতীয় ফুটবলের দুটো সেরা দল নিঃসন্দেহে এরাই। টানা তিন ম্যাচ জিতে আই লিগের শুরুটা দুরন্ত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ডেম্পো। অন্যদিকে টানা পঁচিশ ম্যাচে অপরাজিত মরগ্যানের ইস্টবেঙ্গল। মরগ্যানও মানছেন, শনিবার দুটো সেরা দলের লড়াই হতে চলেছে। তবে ঘরের মাঠে তাদের হারানো যে কঠিন তা মনে করিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গলের বিদেশি কোচ।
প্রথম একাদশে সম্ভত খুব বেশি পরিবর্তন করছে না ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে আক্রমণভাগে শুরু করবেন চিড্ডি-মননদীপ জুটিই। আগের ম্যাচে চিড্ডির গোল পেয়ে যাওয়া নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে লাল-হলুদ কোচকে। ডেম্পোর আক্রমণ সম্পর্কে নিজের ডিফেন্সকে সতর্ক করে দিয়েছেন লাল-হলুদ কোচ। তবে ইপিএলে খেলা রিকেটসকে সমীহ করলেও, তার জন্য বিশেষ প্ল্যান করতে নারাজ সাহেব কোচ।

 

.