২০২৪-২৫ মরশুম পর্যন্ত ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরি! ISL দেশের সেরা লিগ, ধাপে ধাপে আই লিগ মিলবে ISL-এর সঙ্গে

আই লিগ-আইএসএল জট কাটাতে সব পক্ষকে নিয়ে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফেডারেশন এবং এএফসি বৈঠকে বসেছিল।

Updated By: Oct 14, 2019, 05:42 PM IST
২০২৪-২৫ মরশুম পর্যন্ত ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরি! ISL দেশের সেরা লিগ, ধাপে ধাপে আই লিগ মিলবে ISL-এর সঙ্গে

নিজস্ব প্রতিবেদন : অবশেষে ভবিষ্যতের দিশা পেল ভারতীয় ফুটবল। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪-২৫ মরশুম থেকে ভারতে দেখা যেতে পারে এক লিগ। সেই মরশুম থেকেই আইএসএল-এ চালু হবে প্রোমোশন আর রেলিগেশন। সেই লিগে কটা দল খেলবে আর নাম কি হবে, তা ঠিক করবে ফেডারেশনই।

 

আই লিগ-আইএসএল জট কাটাতে সব পক্ষকে নিয়ে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফেডারেশন এবং এএফসি বৈঠকে বসেছিল। বৈঠকে আইএসএল ও আইলিগের ক্লাবগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়। সেখানে বলে দেওয়া হয় এই মরশুমে আইএসএল আর আই লিগ একসঙ্গে চলবে। আইএসএল চ্যাম্পিয়ন খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর আই লিগ চ্যাম্পিয়ন খেলবে এএফসি কাপে।

২০১৯-২০ : এই মরশুমে একই সঙ্গে হবে আই লিগ ও আইএসএল। আইএসএলের কোনও পরিবর্তন হবে না। থাকছে না কোনও প্রমোশন কিংবা রেলিগেশন।
২০২০-২১ : এই মরশুমে আইএসএলে কোনও প্রোমোশন আর রেলিগেশন থাকবে না। তবে আই লিগের দুটো দলকে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে আইএসএলে খেলার প্রস্তাব দেওয়া হবে। অর্থাত্ ২০২০-২১ মরশুমে আইএসএলের মোট দল হবে ১২।
২০২১-২২ : এই মরশুমে নতুন কোনও দলও নেওয়া হবে না আইএসএলে। প্রোমোশন-রেলিগেশনও থাকবে না।
২০২২-২৩ : এই মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন দল আইএসএলে খেলার ছাড়পত্র পাবে। তাদের ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। তবে লাইসেন্সিং শর্ত পূরণ করতে হবে।
২০২৩-২৪ : এই মরশুমেও একইভাবে আই লিগ চ্যাম্পিয়ন দল আইএসএলে খেলার ছাড়পত্র পাবে। ২০২২-২৩ মরশুমের নিয়মই থাকবে।
২০২৪-২৫ : দেশে একটাই লিগ হবে। সঙ্গে একটা নক আউট টুর্নামেন্ট থাকছে। প্রমোশন-রেলিগেশন থাকবে লিগে।

আরও পড়ুন - ২০০ পয়েন্ট! আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে টিম ইন্ডিয়া

.