আর হয়তো কোনও দিন জাতীয় দলে খেলা হবে না, আক্ষেপের সুরে বললেন যুবরাজ

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে থাকতে এবার সত্যিই কাঁধ কিছুটা ঝুঁকে পড়ল লড়াকু যুবরাজ সিংয়ের। জানিয়ে দিলেন তিনি হয়ত আর জাতীয় দলে কামব্যাক নাও করতে পারেন। হতাশ হলেও লড়াইয়ের ময়দান অবশ্য ছাড়ছেন না যুবি।

Updated By: Oct 29, 2014, 06:12 PM IST
আর হয়তো কোনও দিন জাতীয় দলে খেলা হবে না, আক্ষেপের সুরে বললেন যুবরাজ

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে থাকতে এবার সত্যিই কাঁধ কিছুটা ঝুঁকে পড়ল লড়াকু যুবরাজ সিংয়ের। জানিয়ে দিলেন তিনি হয়ত আর জাতীয় দলে কামব্যাক নাও করতে পারেন। হতাশ হলেও লড়াইয়ের ময়দান অবশ্য ছাড়ছেন না যুবি।

তিনি বলেন ২০১৫ বিশ্বকাপে খেলার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছেন। তবে বিষয়টি নির্বাচকদের হাতে। তাই তার পক্ষে এর থেকে বেশি আর কিছু করা সম্ভব নয়। যুবি বলেন, সারা বিশ্বের নির্বাচকরাই এখন তরুণ ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষে। ফলে ফিট যুবরাজের ক্ষেত্রেও দলে জায়গা পাওয়াটা যথেষ্ঠ চ্যালেঞ্জিং।

কিছুদিন যুবির প্রিয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছিলেন দুহাজার পনেরো বিশ্বকাপে যুবরাজের খেলার সম্ভাবনা নেই। স্বয়ং যুবরাজও সেই বক্তব্যে সায় দেওয়ায় হতাশ যুবরাজ অনুরাগীরাওাঙ্গকারার মতন ক্রিকেটাররা আপত্তিও জানিয়েছিলেন। কিন্তু তাতে কর্নপাত করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

.