বিরাটই বিশ্বের এক নম্বর, তাঁর সঙ্গে তুলনা অনুচিত: বাবর আজম

পাকিস্তানের ডান হাতি ব্যাটসম্যান বাবর আজম এখনও পর্যন্ত ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ১,৭৫৮, গড় ৫৮.৬০। একদিনের আন্তর্জাতিকে এখনও পর্যন্ত ৭টি অর্ধশতরান এবং ৭টি শতরান করেছেন বাবার। যদিও টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত নজরেই আসতে পারেননি তিনি। টেস্টে ১১ ম্যাচে বাবরের রান মাত্র ৪৭৫, গড় ২৩.৭৫।

Updated By: Dec 19, 2017, 05:45 PM IST
বিরাটই বিশ্বের এক নম্বর, তাঁর সঙ্গে তুলনা অনুচিত: বাবর আজম

নিজস্ব প্রতিবেদন: কোচ মিকি আর্থারের করা 'বিরাট তুলনায়' সায় নেই পাক তারকা বাবর আজমের। ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের উঠতি তারকা সাফ জানালেন, "বিরাট কোহলি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আমাকে তাঁর সঙ্গে তুলনা করা কখনই উচিত নয়।" 

এখানেই শেষ নয়, বিরাটকে বড় মাপের খেলোয়াড় বলেও আখ্যা দেন বাবর। সাক্ষাৎকারে তিনি বলেন, "হয়তো আমাদের কেরিয়ারের শুরুটা একই ধাঁচের, কিন্তু তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।" তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি যে তাঁর মার্গদর্শক সেকথাও অবলীলায় জানিয়েছেন এই ২৩ বছর বয়সী পাক ক্রিকেটার।     

আরও পড়ুন- পাকিস্তানে গুগল সার্চে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হয়ে আরও ভাল পারফর্ম করতে চান বাবর আজম। বিরাট কোহলির ব্যাটিং দেখে তিনি প্রতিনিয়ত শেখেন, এটাও স্বীকার করে নিয়েছেন এই পাক ক্রিকেটার। বাবরের কাছে বিরাট ছাড়াও আরও দুই ব্যাটসম্যানের ব্যাটিং শিক্ষণীয়। দক্ষিণ আফ্রিকার দুই তারকা হাসিম আমলা এবং এবিডি, এই দু'জন তাঁকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানিয়েছেন বাবর আজম।

উল্লেখ্য, বাবরের সাম্প্রতিক ব্যাটিংয়ে মুগ্ধ পাক কোচ মিকি আর্থার। দলের উঠতি তারকার পারফর্মেন্সে এতটাই খুশি যে বিরাটের সঙ্গে তাঁর তুলনা করে বসেন কোচ। বাবরের ব্যাটিং ছোটবেলার বিরাটের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেন মিকি আর্থার। হেড স্যারের এই তুলনাতেই আপত্তি বাবরের। আর সেকথা ইএসপিএন-কে জানালেন কোনও রাখঢাক না করেই।

আরও পড়ুন- নকআউট! ৩-০ করে অ্যাসেজের দখল অসিদের

পাকিস্তানের ডান হাতি ব্যাটসম্যান বাবর আজম এখনও পর্যন্ত ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ১,৭৫৮, গড় ৫৮.৬০। একদিনের আন্তর্জাতিকে এখনও পর্যন্ত ৭টি অর্ধশতরান এবং ৭টি শতরান করেছেন বাবার। যদিও টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত নজরেই আসতে পারেননি তিনি। টেস্টে ১১ ম্যাচে বাবরের রান মাত্র ৪৭৫, গড় ২৩.৭৫। 

.