আজ ICC-এর বোর্ড মিটিং, নির্ধারিত হতে পারে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!

বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল।

Updated By: Jul 20, 2020, 12:46 PM IST
আজ ICC-এর বোর্ড মিটিং, নির্ধারিত হতে পারে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত আজকের আইসিসি-বোর্ড মিটিংয়েই তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিয়ে বেশ গড়মসি করছে আইসিসি। তবে বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল।

এমনিতেই করোনার কারণে এই বছরে স্থগিত হয়ে গিয়েছে একের পর এক মেগা ইভেন্ট। অলিম্পিক, ইউরো কাপ থেকে কোপা আমেরিকা। স্থগিত হয়ে গিয়েছে এবারের এশিয়া কাপ ক্রিকেটও। এবার স্থগিত হওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপও!

করোনা ভাইরাসের কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি- টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা শুরু থেকেই ছিল। জুনের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দ্বিগুন বাড়িয়ে দেয় খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এডিংস তো বলেই দেন করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব! তারপরেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখে আইসিসি। এবার অস্ট্রেলিয়ায় করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ। যার জেরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ৬ সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে জুলাইয়ের শুরুতেই। এই অবস্থায় ১৬ টি দলকে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিরাপত্তা দেওয়া কঠিন বলেই মনে করছে অস্ট্রেলিয়া। তাই বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসতে চেয়ে আইসিসি-কে জানিয়েছেও তারা।

 

গত দু মাস ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। একের পর এক নিষ্ফলা বৈঠক। সোমবার আবার আইসিসি-র বোর্ড মিটিং। এবার কি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ামক সংস্থা! তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন - আই লিগ জয়ী মোহনবাগান, করোনা কাঁটাকে ছেটে ফেলে ভার্চুয়ালি বিশ্বজুড়ে মননে মোহন

.