জানেন ব্রায়ান লারার কাছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট কোন দল?

তিনি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। ২০০৪ সালে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য ব্রায়ান লারার বাজি তাঁর নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ নয়। বরং, আয়োজক ইংল্যান্ড। ব্রায়ান লারা বলেছেন, 'আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি সবসময় স্পেশাল। বিশেষ করে ২০০৪ সালে ওভালে সেই ফাইনাল খেলার পর।এটাও বুঝি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, আগের সববারকে ছাপিয়ে যেতে চলেছে।সমর্থক তো আমাদের মতো প্রাক্তন ক্রিকেটাররা, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখতে যে, এবার শেষ পর্যন্ত কারা ট্রফি জেতে।'

Updated By: May 27, 2017, 02:51 PM IST
জানেন ব্রায়ান লারার কাছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট কোন দল?

ওয়েব ডেস্ক: তিনি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। ২০০৪ সালে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য ব্রায়ান লারার বাজি তাঁর নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ নয়। বরং, আয়োজক ইংল্যান্ড। ব্রায়ান লারা বলেছেন, 'আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি সবসময় স্পেশাল। বিশেষ করে ২০০৪ সালে ওভালে সেই ফাইনাল খেলার পর।এটাও বুঝি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, আগের সববারকে ছাপিয়ে যেতে চলেছে।সমর্থক তো আমাদের মতো প্রাক্তন ক্রিকেটাররা, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখতে যে, এবার শেষ পর্যন্ত কারা ট্রফি জেতে।'

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজের 'স্যর' লুক রবীন্দ্র জাদেজার

তাঁর কাছে এবারের প্রতিযোগিতায় ফেভারিট কে? এই প্রশ্নের উত্তরে ব্রায়ান লারা বলেন, 'আমার কাছে ফেভারিট ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে টি২০ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর থেকে এই ইংল্যান্ড দল দুর্দান্ত।আগে ইংল্যান্ড দল মানে, একজন ইয়ান বথাম, একজন অ্যান্ড্রু ফ্লিনটফ থাকতো। কিন্তু এই ইংল্যান্ড টিমটা যথার্থই একটা দল হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও ওরা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে।'

আরও পড়ুন  দুঃসময়ে ক্যাপ্টেন বিরাট কোহলিকে পাশে পেলেন না কোচ অনিল কুম্বলে

.