করোনা পরবর্তী ক্রিকেটে বদল: বলের পালিশ ধরে রাখতে লালা নয়, চালু কোভিড-19 সাবস্টিটিউট

ক্রিকেটকে সুরক্ষিত করতে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির নানা পদক্ষেপে সিলমোহর দিল আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটি।

Updated By: Jun 9, 2020, 09:20 PM IST
করোনা পরবর্তী ক্রিকেটে বদল: বলের পালিশ ধরে রাখতে লালা নয়, চালু কোভিড-19 সাবস্টিটিউট

নিজস্ব প্রতিবেদন:  করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু করার ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। ক্রিকেটকে সুরক্ষিত করতে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির নানা পদক্ষেপে সিলমোহর দিল আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটি। অন্তর্বর্তীকালীন হিসেবে ক্রিকেটে এই নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে।

#কোভিড-19 পরিবর্ত:
কনকাশন সাবস্টিটিউট-এর মতোই টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের কোভিড-19 উপসর্গ ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে তাঁকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট ক্রিকেটার সমকক্ষ কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে মাঠে নামাতে পারবে ওই দল। টেস্টে এই পরিবর্ত ব্যবহার করা গেলেও টি-টোয়েন্টি এবং ওয়ান ক্রিকেটে এই নিয়ম প্রযোজ্য হবে না।

# বলের পালিশ ধরে রাখতে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা:
বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হবে তাই বলে কেউ থুতু বা লালা ব্যবহার করলে আম্পায়াররা ব্যবস্থা নেবেন। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে সতর্ক করা হবে সংশ্লিষ্ট দলকে। ইনিংস প্রতি দুবার সতর্ক করার পরেও একই জিনিস করলে ব্যাটিং দল পাঁচ রান পেনাল্টি পাবে।

# নিরপেক্ষ আম্পায়ার নয়:
বর্তমান পরিস্থিতির কথা বিচার করে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল কয়েকদিনের জন্য আপাতত বন্ধ রাখতে চলেছে। পরিবর্তে সংশ্লিষ্ট দেশের আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের সঙ্গে অন্যান্য ম্যাচ অফিসিয়ালসরা থাকবেন।

# অতিরিক্ত DRS ব্যবহার :
স্থানীয় ম্যাচ অফিসিয়ালস দিয়ে যেহেতু ম্যাচ পরিচালনা করা হবে তাই ডিশিয়ন রিভিউ সিস্টেমের পরিমান বাড়ানো হচ্ছে।আগে যেখানে টেস্টে ইনিংস প্রতি দুটো করে ডিআরএস ব্যবহার করতে পারত এখন তা ইনিংস প্রতি বেড়ে দাঁড়াচ্ছে তিন। তবে সাদা বলের ক্রিকেটে DRS দুটো করেই থাকছে।

# অতিরিক্ত লোগোর ব্যবহার:
আগামী এক বছরের জন্য আইসিসি-র চিফ এক্সিকিউটিভ কমিটি লোগো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে।

আরও পড়ুন - করোনা উদ্বেগের মাঝে ইংল্যান্ডে পৌঁছেই কোয়ারেন্টিনে ক্যারিবিয়ানরা  

.