ICC ODI Player Rankings: নয়া র্যাঙ্কিংয়ে পদ্মাপারের দেশে ইতিহাস তাঁর, কী বলছেন Mehidy Hasan?
পদ্মাপারের দেশে তৃতীয় বোলার হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি প্রথম দুয়ের মধ্যে আসার কীর্তি গড়েছেন মেহদি।
নিজস্ব প্রতিবেদন: আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে (ICC ODI Player Rankings) একটা নামই সকলের নজর কেড়ে নিয়েছে। তিনি বাংলাদেশের বাঁ-হাতি অফস্পিনার মেহেদি হাসান। পদ্মাপারের দেশে তৃতীয় বোলার হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি প্রথম দুয়ের মধ্যে আসার কীর্তি গড়েছেন মেহদি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতিমধ্যেই পরপর দু'ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ পকেটে পুরে ফেলেছে। এই জোড়া ম্যাচেই মেহদি বল হাতে দারুণ পারফর্ম করেছেন। যার পুরস্কার হিসেবে তিনি তিন ধাপ এগিয়ে আজ বিশ্বের ২ নম্বর ওয়ানডে বোলার। মেহেদির আগে তাঁর দেশের শাকিব আল হাসান এবং আব্দুর রজ্জাক আইসিসি-র ক্রমতালিকায় প্রথম ২ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।
.@Officialmiraz gives his reaction to the news of his best ever ranking in ICC ODI Bowling Ranking.#BCB pic.twitter.com/d7o0SLNAAf
(@BCBtigers) May 26, 2021
আরও পড়ুন:Kohli র থেকে কোচিং করানোর পুরো টাকা চাইলেন Chhetri! দিলেন কিস্তিতে মেটানোর সুযোগও
নয়া নজির গড়ে রীতিমতো উচ্ছ্বসিত মেহদি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার তাঁর একটি ভিডিও আপলোড করেছে। সেখানে মেহদি বলেন, তিনি ভাবেননি যে, কখনও বিশ্বের ২ নম্বর ওয়ানডে বোলার হবেন তিনি। টেস্ট ফর্ম্যাটে কেরিয়ার শুরু করা মেহদি জানান যে, তিনি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই নিজেকে মেলে ধরতে চান।