ICC World Cup 2019: বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান হারাল ভারত! ব্যক্তিগত শীর্ষে বিরাট-বুমরাহ

বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা।

Updated By: Jul 7, 2019, 07:56 PM IST
ICC World Cup 2019: বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান হারাল ভারত! ব্যক্তিগত শীর্ষে বিরাট-বুমরাহ

নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি-র একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে টিম ইন্ডিয়া। কিন্তু সেমি ফাইনালে মাঠে নামার আগে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ইংল্যান্ড। আইসিসি-র ওডিআই র‌্যাঙ্কিংয়ে দু নম্বরে নেমে গেল ভারত। ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। ১২২ পয়েন্ট নিয়ে ভারত ২ নম্বরে। তিন নম্বরে নিউ জিল্যান্ড আর চার নম্বরে অস্ট্রেলিয়া। আইসিসি-র একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে প্রথম চারে থাকা চারটি দলই বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছে।

তবে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। ৮৯১ পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট। মাত্র ৬ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় পেস ব্যাটারি। ৮১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বুমরাহ।

অন্যদিকে বিশ্বকাপে স্বপ্নের ফর্মে থাকা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ওডিআই র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষেই রয়েছেন। বিশ্বকাপে ৬০৬ রান সঙ্গে ১১টি উইকেট নেন সাকিব। ৪০৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে সাকিব।   

আরও পড়ুন - ICC World Cup 2019: ব্যক্তিগত রেকর্ড নয়, কাপে চোখ রোহিত শর্মার

.