নম্বর কাটা গেল ওয়ান্ডারার্সের, নাক কাটল দক্ষিণ আফ্রিকার

আগামী দিনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না ওয়ান্ডারার্সকে। তবে আইসিসি-র নজরে থাকবে এই পিচ। 

Updated By: Jan 30, 2018, 11:20 PM IST
নম্বর কাটা গেল ওয়ান্ডারার্সের, নাক কাটল দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতই ওয়ান্ডারার্সের পিচকে খারাপ বলে চিহ্নিত করলেন ম্যাচ রেফারি। আইসিসি-র ম্যাচ রেফারি এবং প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট তাঁর রিপোর্টে এই তথ্যই দিয়েছেন। যার অর্থ আইসিসি-র নিয়মানুযারী তিনটি ডিমেরিট পয়েন্ট পাবে জোহানেসবার্গের পিচ। যেটা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। এতে আগামী দিনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না ওয়ান্ডারার্সকে। তবে আইসিসি-র নজরে থাকবে এই পিচ। 

আরও পড়ুন- কপিল দেব একবারই জন্মায়: আজহার

উল্লেখ্য, এর আগে অ্যাসেজ সিরিজেও এমনই খারাপ তকমা পেয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ। এমনকী ওই পিচের জন্য অস্ট্রেলিয়ার পিচ কিউরিটেরকে কড়া ভাষায় নোটিশও পাঠায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়   

.