কুড়ি-কুড়ির ক্রিকেটে কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে কুলদীপ

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে নেই কোনও ভারতীয় ক্রিকেটার।  

Updated By: Feb 11, 2019, 07:42 PM IST
কুড়ি-কুড়ির ক্রিকেটে কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে কুলদীপ

নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন ভারতের রিস্ট স্পিনার কুলদীপ যাদব। প্রথম দশে নেই আর কোনও ভারতীয় বোলার। টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেট দল ২ নম্বরেই থেকে গেল। নিউ জিল্যান্ডের কাছে সিরিজ হেরে ২ রেটিং পয়েন্ট কমে গিয়েছে ভারতের।

কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। রবিবার হ্যামিলটনে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন ২৪ বছর বয়সী রিস্ট স্পিনার। আর তাতেই টি-টোয়েন্টিতে কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন কুলদীপ। তাঁর রেটিং পয়েন্ট ৭২৮। এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগান স্পিনার রশিদ খান। রশিদের রেটিং পয়েন্ট ৭৯৩। কুড়ি-কুড়ির ক্রিকেটে প্রথম দশে নেই আর কোনও ভারতীয় ক্রিকেটার।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা ৭ নম্বরে। ১০ নম্বরে রয়েছেন কেএল রাহুল। তবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে নেই কোনও ভারতীয় ক্রিকেটার।    

আরও পড়ুন - I League 2018-19: রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি, শ্রীনগরেই

.