ICC T20 World Cup 2022: সেমি ফাইনাল হারতেই ভারতকে বিঁধলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! কী লিখলেন শাহবাজ শরিফ

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেট হেরেছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ১৫২ রান তুলে ম্যাচ জিতে যায়।   

Updated By: Nov 10, 2022, 07:58 PM IST
ICC T20 World Cup 2022: সেমি ফাইনাল হারতেই ভারতকে বিঁধলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! কী লিখলেন শাহবাজ শরিফ
ভারতকে বিঁধলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের (England) কাছে ১০ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ছিটকে যাওয়া। রোহিত শর্মার (Rohit Sharma) দল হারতেই ভারতকে (India) খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister Of Pakistan) শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। অবশ্য এমন টুইট করার জন্য তাঁকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল করা হয়েছে।

ভারত হারতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করেন। তিনি লিখেছেন, 'তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০ (দলের ফাইনাল) হবে।' সেই টুইটে পাকিস্তান এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা ব্যবহার করেছেন পাক প্রধানমন্ত্রী। '

আরও পড়ুন: Rohit Sharma, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত দুই মহাতকার ভবিষ্যৎ কী? জবাব দিলেন রাহুল দ্রাবিড়

আরও পড়ুন: ICC T20 World Cup 2022, Team India: আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়া নতুন 'চোকার্স', পরিসংখ্যান তেমন ইঙ্গিত দিচ্ছে

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেট হেরেছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ৪৯ বলে ৫৭ রান করেছিলেন বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান করেছিলেন ঋষভ পন্থ। ১৭.৫ ওভারেই সেই রান তাড়া করে জিতে গিয়েছিল পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন মহম্মদ রিজওয়ান। ৫২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। সেটাই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয় ছিল। পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ১৫২ রান তুলে ম্যাচ জিতে যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.