বাট ও আসিফের পর আকমল এবং ওয়াহাবের বিরুদ্ধে আইসিসির তদন্ত

স্পট ফিক্সিংয়ে দোষী দুই পাক ক্রিকেটারকে আগেই শাস্তি দিয়েছিল আইসিসি। এবার স্পট ফিক্সিং নিয়ে পাক ক্রিকেটার কামরান আকমল এবং ওয়াহাব রিয়াজের বিরুদ্ধেও তদন্ত করবে তাঁরা।

Updated By: Nov 2, 2011, 05:56 PM IST

স্পট ফিক্সিংয়ে দোষী দুই পাক ক্রিকেটারকে আগেই শাস্তি দিয়েছিল আইসিসি। এবার স্পট ফিক্সিং নিয়ে পাক ক্রিকেটার কামরান আকমল এবং ওয়াহাব রিয়াজের বিরুদ্ধেও তদন্ত করবে তাঁরা। লন্ডনে শুনানি চলাকালীন লর্ডস টেস্টের স্পট ফিক্সিং নিয়ে শুনানির সময় একাধিক বার আকমল এবং রিয়াজের নাম উঠে এসেছিল। সেই ভিত্তিতে আইসিসি কামরানদের বিরুদ্ধে তদন্ত করবে। আইসিসি জানিয়েছে এখন থেকে ক্রিকেটে দুর্নীতি থামাতে যে কোন ম্যাচে তাঁদের দুর্নীতি দমন শাখা অভিযান চালাবে।

.