মিতালিরা শুধু ইংল্যান্ডকে হারাননি, মেয়েদের ক্রিকেটে গড়েছেন ইতিহাস
মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে শুধু প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়াই নয়, রীতিমতো ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে মিতালি রাজদের ভারতীয় দলের নাম। কারণ, এবারই মেয়েদের ক্রিকেটে প্রথম অন্তর্ভুক্ত হল ডিআরএস সিস্টেম। আর সেই ডিআরএস সিস্টেমের প্রথম সফল প্রয়োগ মেয়েদের ক্রিকেটে করলেন মিতালি, ঝুলনরা। সেটাও ডিআিরএস মেয়েদের ক্রিকেটে অন্তর্ভুক্ত হওয়ার পর মাত্র দ্বিতীয় ম্যাচেই।
ওয়েব ডেস্ক: মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে শুধু প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়াই নয়, রীতিমতো ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে মিতালি রাজদের ভারতীয় দলের নাম। কারণ, এবারই মেয়েদের ক্রিকেটে প্রথম অন্তর্ভুক্ত হল ডিআরএস সিস্টেম। আর সেই ডিআরএস সিস্টেমের প্রথম সফল প্রয়োগ মেয়েদের ক্রিকেটে করলেন মিতালি, ঝুলনরা। সেটাও ডিআিরএস মেয়েদের ক্রিকেটে অন্তর্ভুক্ত হওয়ার পর মাত্র দ্বিতীয় ম্যাচেই।
আরও পড়ুন আইসিসির টি২০-র সেরাদের তালিকায় বিরাট লাফ বুমরাহর
এবার জেনে নিন, ঘটনাটা কেমন ঘটেছিল। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তখন ব্যাট করছিল ইংরেজরা। তখন ইংল্যান্ডের ইনিংসের ১৮ ওভার শুরু হবে। বল করতে এসেছিলেন ভারতের দীপ্তি শর্মা। ইংল্যান্ডের নাতালি স্ক্রাইভার দীপ্তির প্রথম বলটাই সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু বল তাঁর গ্লাভস ছুঁয়ে চলে যায় ভারতীয় উইকেটকিপার সুষমা ভার্মার কাছে। সুষমা ক্যাচ ধরার পরই আউটের আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। বাধ্য হয়ে মিতালিরা ডিআরএস নেন। এবং পরে পরিষ্কার দেখা যায় যে, নাতালিয়া আউট ছিলেন।