বিশ্বকাপের বোধনে চমক দিল মেলবোর্ন, ক্রাইস্টচার্চ
Updated By: Feb 12, 2015, 08:33 PM IST
ওয়েব ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। মেলবোর্নে হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ২৩ বছর পর ফের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আর তার উদ্বোধনের জন্য সাজিয়ে তোলা হয়েছিল মেলবোর্ন শহরকে। সুরের মূর্ছনার সঙ্গে ছিল জমকালো আতসবাজির প্রদর্শনী। তবে সবার নজর কেড়েছিল অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্কৃতির প্রতীক ক্যাঙারুর সঙ্গে অসি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বক্সিংয়ের লড়াই। মেলবোর্নের মতন এদিন বিশ্বকাপের উদ্বোধনের আসর বসেছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। সেই সঙ্গে বিশ্বের চোদ্দটি দেশের নিজস্ব সংস্কৃতি মিলে আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয়ে গেল বাইশ যুদ্ধের আবহাওয়া।