ICC World Cup 2019: আফগানিস্তানের বিশ্বকাপ দলে হামিদ হাসান, গুলবাদিনের ডেপুটি রশিদ খান
পয়লা জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
নিজস্ব প্রতিবেদন : প্রায় তিন বছর আগে শেষ একদিনের ক্রিকেটে খেলেছেন। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেছিলেন হামিদ হাসান। সেই হামিদই বিশ্বকাপের ১৫ সদস্যের আফগানিস্তান দলে সুযোগ পেলেন।
মহম্মদ নবি এবং রশিদ খানের সমালোচনার পরেও ইংল্যান্ডে বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্বে গুলবাদিন নাইব। অধিনায়কত্ব হারালেও আসগর আফগান বিশ্বকাপ দলে রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ২৩ জন আফগান ক্রিকেটারকে নিয়ে একটি ক্যাম্প হয়েছিল। আয়াল্যান্ডের বিরুদ্ধে খেলা সিরিজের দল থেকে শাপুর ও ফরিদের মতো জায়গা হয়নি স্পিনার জাহির খান এবং ব্যাটসম্যান জাভেদ আহমাদির। সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল বেছে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পয়লা জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
Hamid Hassan, who last played for Afghanistan in 2016, has made his way back into the squad for #CWC19!
Full squad https://t.co/HnewVpsc9l
— Cricket World Cup (@cricketworldcup) April 22, 2019
আফগানিস্তানের বিশ্বকাপ দল: গুলবাদিন নাইব(অধিনায়ক), রশিদ খান(সহ অধিনায়ক), মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), নুর আলি জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মহম্মদ নবি, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব উর রহমান।
আরও পড়ুন - IPL 2019: আরসিবি-র বিরুদ্ধে ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন এমএস ধোনি