ICC World Cup 2019: ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন জোফ্রা আর্চার!

নিষিদ্ধ ড্রাগ নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে আগেই বাদ পড়েছিলেন প্রাথমিক দলে থাকা অ্যালেক্স হেলস।

Updated By: May 21, 2019, 09:53 PM IST
ICC World Cup 2019: ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন জোফ্রা আর্চার!

নিজস্ব প্রতিবেদন :  সর্বসাকুল্যে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা। আর তাতেই বিশ্বকাপের দলে ঢুকে পড়লেন জোফ্রা আর্চার। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের ফল পেলেন হাতে নাতে। আর্চার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় কপাল পুড়ল ডেভিড উইলির। ইংল্যান্ডের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকলেও চূড়ান্ত দল থেকে শেষ পর্যন্ত বাদ পড়লেন ডেভিড উইলি। তবে শুধু উইলি নয়, ব্যাটসম্যান জো ডেনলির জায়গায় অল রাউন্ডার লিয়াম ডসনকে বিশ্বকাপের দলে ফেরালেন ইসিবি-র নির্বাচকরা। দলে এসেছেন জেমস ভিনসও।  

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময়ই ইংল্যান্ডের নির্বাচকরা জানিয়েছিলেন বিশ্বকাপ দলে সুযোগ থাকছে পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে। বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে আর্চার জানিয়েছেন, আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপের প্রস্তুতিতে তাঁকে সাহায্য করবে। সেই সঙ্গে নিষিদ্ধ ড্রাগ নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে আগেই বাদ পড়েছিলেন প্রাথমিক দলে থাকা অ্যালেক্স হেলস। সেই সময় হেলসের পরিবর্ত হিসেবে কারোর নাম ঘোষণা করেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, জোস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জোফ্রা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, টম কুরান, লিয়াম ডসন, জেমস ভিনস।

আরও পড়ুন - ICC World Cup 2019: স্মিথ-ওয়ার্নারের সঙ্গে ভালো ব্যবহারের অনুরোধ জানালেন মঈন আলি

 

.