হাফ-সেঞ্চুরিতে জবাব জাদেজার, ধোনিকে সঙ্গে নিয়ে লড়ছেন কঠিন লড়াই
প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ২৩৯।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের সেমিফাইনালে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ। রোহিত শর্মা, বিরাট কোহলিরা শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন, এমন ছবি বিরলই। কিন্তু সেমিফাইনালেই ফ্লপ বিরাট, রোহিতের ব্যাট।
শুরুতেই আউট হয়ে ফেরেন বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। এক রানে আউট হন উদ্বোধনী হিটম্যান। এরপর বিরাটও ১ রানে ধরেন প্যাভিলিয়নের পথ। শেষবার রোহিত ও বিরাট দুজনেই এক অঙ্কের ঘরে আউট হয়েছিলেন ২০১৭ সালে। ইংল্যান্ডেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে পর্যুদস্ত হয়েছিল ভারত। দুবছর পর ফের দুই ব্যাটসম্যান আউট হলেন এক অঙ্কের ঘরে।
২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বিরাট করেছিলেন ৫ রান। শূন্য রানে ফিরেছিলেন রোহিত শর্মা। এরপরই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। বলার মতো রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে চালিয়ে ৪৩ বলে ৭৬ করেন। ১৫৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ১৮০ রানে ম্যাচটি অনায়াসে জিতেছিল পাকিস্তান। দুবছর বিশ্বকাপের সেমিফাইনালেও বিরাট-রোহিত ব্যর্থ হওয়ার পর ঠকঠকানি শুরু হয়ে গিয়েছে ভারতীয় ব্যাটিংয়ে। তবে লড়াই চালিয়ে যাচ্ছে ধোনি-জাদেজা জুটি। এরই মধ্যে জাদেজা হাফ সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
আরও পড়ুন- #bottlecapchallenge : সচিন, লারা, গেইলকে চ্যালেঞ্জ যুবরাজ সিংয়ের