Sourav Ganguly : কোন ইস্যুতে বিসিসিআই সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন গৌতম গম্ভীর? জেনে নিন
Sourav Ganguly : এই মুহূর্তে ভারতে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি ক্রিকেট লিগের রীতিমতো রমরমা চলছে। বোর্ড সভাপতি ও প্রথম সারির সব তারকাই কমবেশি ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্যান্টাসি লিগকে কেন্দ্র করে বিসিসিআই-এর (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আক্রমণ করলেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার মনে করেন, ভারতীয় ক্রিকেটারদের কখনওই ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন (Surrogate Advertising) করা থেকে আটকানো যায় না। কারণ, স্বয়ং বোর্ড সভাপতিই ফ্যান্টাসি লিগের এন্ডোর্সমেন্ট করছেন। গম্ভীরের মতে, ফ্যান্টাসি লিগে ক্রিকেটারদের এন্ডোর্সমেন্ট নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছনো উচিত ভারতীয় বোর্ডের। ঠিক করা উচিত, ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন ক্রিকেটাররা করতে পারবেন, আর কারা বিরত থাকবেন।
সজাসাপটা মন্তব্য করা গম্ভীর বলেন, 'বিসিসিআই সভাপতি নিজেই তো ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করছেন, তা তো হলে বাকি ক্রিকেটারদের আটকানোর কোনও জায়গা নেই। এ বার বোর্ড প্রধান যদি বলেন যে কেউ ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করতে পারবেন না, তা হলে সবাই সেটা মানবে। কিন্তু এটা একদম উপরমহল থেকে আসা দরকার। ক্রিকেটারদের ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করা বন্ধ করতে হলে পুরোপুরি করতে হবে। রাজ্য ভিত্তিক করে কোনও লাভ নেই।'
আরও পড়ুন: Arshdeep Singh : ভারতের তরুণ পেসারকে নিয়ে কেন এমন মন্তব্য করেছিলেন ওয়াসিম আক্রম?
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক একইসঙ্গে মনে করিয়ে দেন যে, আইপিএল-এর অধিকাংশ স্পনসরশিপ আর এন্ডোর্সমেন্ট আসে ফ্যান্টাসি লিগ থেকেই। তাই সেটা নিয়ে কী করা হবে, সেই উপায় বিসিসিআই-কেই বের করতে হবে। গম্ভীর যোগ করেন, 'আইপিএল-এর অধিকাংশ এন্ডোর্সমেন্ট আর স্পনসরশিপই তো আসে ফ্যান্টাসি লিগ থেকে। এ বার বোর্ডকে ঠিক করতে হবে সেটা অনুমোদন করা হবে, নাকি হবে না।'
এই মুহূর্তে ভারতে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি ক্রিকেট লিগের রীতিমতো রমরমা চলছে। বোর্ড সভাপতি ও প্রথম সারির সব তারকাই কমবেশি ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করেন। অথচ, ভারতেরই একাধিক রাজ্যে এই অনলাইন ফ্যান্টাসি অ্যাপগুলি নিষিদ্ধ। স্বাভাবিকভাবেই নৈতিকতার একটা প্রশ্ন আসে। তবে, ফ্যান্টাসি লিগ এন্ডোর্স করা নিয়ে সৌরভকে এর আগে স্বার্থের সংঘাতের অভিযোগেও বিদ্ধ হতে হয়েছে। তাতেও অবশ্য কোনও সমস্যায় পড়তে হয়নি তাঁকে।