Rohit Sharma on Surya Kumar Yadav: 'গোল্ডেন ডাক'-এর হ্যাটট্রিক করা অস্তাচলে যাওয়া সূর্যর পাশে রাহুল-রোহিত

আগের দু’ম্যাচে মিচেল স্টার্কের জোরাল ইনসুইংয়ের শিকার হয়েছিলেন সূর্য। দুটি ম্যাচেই একইভাবে আউট হন তিনি। সম্ভবত সেকারণেই এদিন নিজের প্রিয় ক্রিকেটারকে স্টার্কের সামনে ফেলতে চাননি রোহিত। ব্যাটিং অর্ডারে সূর্যর ৪ নম্বরে নামার হলেও এদিন তাঁকে নামানো হয় ৬ নম্বরে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 23, 2023, 01:39 PM IST
Rohit Sharma on Surya Kumar Yadav: 'গোল্ডেন ডাক'-এর হ্যাটট্রিক করা অস্তাচলে যাওয়া সূর্যর পাশে রাহুল-রোহিত
খারাপ ফর্মে থাকা সূর্যের পাশে রয়েছেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টিতে তিনি বিশ্বসেরা ব্যাটার। অনেকেই তাঁকে আধুনিক ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলে মনে করেন। অথচ সেই সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) টিম ইন্ডিয়ার (Team India) একদিনের দলে আদৌ থাকার যোগ্য কিনা সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। কারণ অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে 'গোল্ডেন ডাক'-এর হ্যাটট্রিক করেছেন 'স্কাই'। যদিও অস্তাচলে যাওয়া সূর্যর পাশেই রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rohit Sharma)। 

প্রথম দুটি একদিনের মতো শেষ ম্যাচেও ‘গোল্ডেন ডাক’ করে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ৩৬০’। মিডল অর্ডারে যাকে ঘিরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা, সেই সূর্য চলতি সিরিজের তিন ম্যাচে চরম ব্যর্থ হয়েছেন। এই অযাচিত হ্যাটট্রিকের পর স্বাভাবিকভাবেই সূর্যর ওয়ানডে কেরিয়ার প্রশ্নের মুখে পড়তে চলেছে।

যদিও ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, "সূর্যকে নিয়ে এতটা সমালোচনা করা উচিত নয়। ও তো মাত্র তিনটে বল খেলেছে। তিনটি ভালো বলে আউট হয়েছে মেনে নিতেই হবে। যদিও তৃতীয় ম্যাচে ওর আউট হওয়ার ধরন একেবারেই ভালো লাগেনি। সামনে এগিয়ে খেলা উচিত ছিল ওর। সূর্য খুব ভালো স্পিন খেলে। গত দু’বছরে সেটা সবাই দেখেছি। তাই জন্যেই ওকে পরে নামিয়েছিলাম যাতে শেষ দিকে ১৫-২০ ওভার খেলতে পারে। দুর্ভাগ্যবশত তিনটে বল খেলতে পেরেছে সিরিজে।" 

আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS 3rd ODI: কোন বিশেষ কারণে লজ্জাজনক সিরিজ হার? স্পষ্ট করে দিলেন রোহিত

আরও পড়ুন: Rohit Sharma, IPL 2023: 'ফ্র্যাঞ্চাইজির উপরেই সব নির্ভর করছে! ওরাই এখন ক্রিকেটারদের মালিক!' রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে রাহুলও তাঁর পাশে দাঁড়িয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, "সূর্যকে নিয়ে চিন্তিত নই। সূর্য ৫০ ওভারের ক্রিকেট শিখছে। টি-২০ ফরম্যাট খানিক আলাদা। ও ১০ বছর আইপিএল খেলেছে। প্রচুর টি-২০ ক্রিকেট খেলেছে বলেই টি-২০ ম্যাচের অত্যন্ত চাপ ও নিতে পারে। বিজয় হাজারে ট্রফি বাদ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে বা ঘরোয়া পর্যায়ে সেরকম চাপ থাকে না। যেহেতু সূর্য প্রচুর টি-২০ ক্রিকেট খেলেছে, সেহেতু ও সেভাবে ওয়ানডে ক্রিকেট খেলেনি। ওকে কিছুটা সময় দিতে হবে। আমাদের ধৈর্য্য রাখতে হবে। ও ভালো করছে। নিশ্চিত ভাবে সেটা দেখতে পারছি আমরা।" 

আগের দু’ম্যাচে মিচেল স্টার্কের জোরাল ইনসুইংয়ের শিকার হয়েছিলেন সূর্য। দুটি ম্যাচেই একইভাবে আউট হন তিনি। সম্ভবত সেকারণেই এদিন নিজের প্রিয় ক্রিকেটারকে স্টার্কের সামনে ফেলতে চাননি রোহিত। ব্যাটিং অর্ডারে সূর্যর ৪ নম্বরে নামার হলেও এদিন তাঁকে নামানো হয় ৬ নম্বরে। সামনে স্টার্ক ছিলেনও না। কিন্তু তাতেও SKY-এর ভাগ্য বিশেষ বদলায়নি। এদিনও তিনি প্রথম বলেই আউট হন। আউট করেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগর। আসলে সূর্য এখন এতটাই আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন যে কার্যত সোজা বলটিও খেলতে পারলেন না।

আর শুধু চলতি সিরিজ নয়, সব মিলিয়েই নিজের ওয়ানডে কেরিয়ারে বিশেষ কিছু করে উঠতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স তারকা। এযাবৎকাল ২৩টি ম্যাচে তাঁর রানসংখ্যা মোটে ৪৩৩। সব মিলিয়ে মাত্র দু’বার পঞ্চাশের বেশি রান করেছেন তিনি। প্রশ্ন উঠছে, সঞ্জু স্যামসনের মতো প্রতিভাবান ক্রিকেটার যখন বাইরে, তখন সূর্যকে বারবার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছেই। যদিও তাঁর পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.