IND vs NZ 3rd T20I: সিরিজে টিকে থাকতে কিউইদের টার্গেট ১৮০ রান
সিডন এদিন পার্কে টস জিতে ফিল্ডিং নেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিজস্ব প্রতিবেদন:
শুরুতে রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিং। পরে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে জিতে ২-০ তে সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার কুড়ি-বিশের ক্রিকেটে সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। সিরিজে টিকে থাকতে কিউইদের সামনে টার্গেট ১৮০রানের।
India finish on 179/5.
They scored 52 runs in their last five overs.
Can New Zealand save the #NZvIND series by chasing this down? pic.twitter.com/LROpQA9xPe
— ICC (@ICC) January 29, 2020
সিডন এদিন পার্কে টস জিতে ফিল্ডিং নেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় দল অবশ্য প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে। দুই ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল দুরন্ত শুরু করেন। ওপেনিং জুটিতে ৮৯ রান ওঠে। ২৭ রানে ফিরে যান রাহুল। পর পর চারটি টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া করলেন লোকেশ। রানের গতি বাড়াতে বিরাট এদিন ব্যাটিং অর্ডারে শিবম দুবেকে প্রোমোট করেন। তিন নম্বরে নেমে মাত্র ৩ রান করলেন তিনি। প্রথম দুটো ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে ৪০ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেললেন রোহিত শর্মা। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন হিটম্যান। এদিকে এক ওভারে রোহিত ও শিবমকে আউট করে কিউইদের ম্যাচে ফেরান হামেশ বেনেট।
Milestone Alert - Rohit Sharma now has 10K international runs as an opener
HITMAN on the go pic.twitter.com/cVUXdOeWut
— BCCI (@BCCI) January 29, 2020
এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার জুটি ভারতের রানকে টেনে তোলেন। ১৬ বলে ১৭ রান করেন আইয়ার। অধিনায়ক বিরাট কোহলি ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। নিউ জিল্যান্ডের হয়ে হামেশ বেনেট ৩টি উইকেট নেন।
আরও পড়ুন - বিজেপিতে সাইনা নেহওয়াল! গেরুয়া প্রচারে দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা