রোহিত থেকে সুনীল, সানিয়া থেকে সাইনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা
৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা।
নিজস্ব প্রতিবেদন: ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী থেকে রোহিত শর্মা, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ থেকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী সকলেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানালেন। শাটলার সাইনা নেহওয়াল থেকে টেনিস তারকা সানিয়া মির্জাও ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।
As we celebrate 74th #IndependenceDay , let’s pay our respect to freedom fighters & jawans for their countless sacrifices to build an independent #India. Our strength is in what India can do on its own, and not on what it can import/buy #VocalForLocal #MakeInIndia Jai Hind pic.twitter.com/aGaokBdhr8
— Ravi Shastri (@RaviShastriOfc) August 15, 2020
Wishing every Indian a happy #IndependenceDay Nothing like stepping out for your country. pic.twitter.com/T4jRfJs0Zq
— Rohit Sharma (@ImRo45) August 15, 2020
রোহিত শর্মা লিখলেন "স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। দেশের জার্সি গায়ে মাঠে নামার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।"
Going out and playing for my nation is a matter of pride! Happy #IndependenceDay, India pic.twitter.com/pbn5y1TPWH
— Shikhar Dhawan (@SDhawan25) August 15, 2020
রোহিত শর্মার মতোই আর এক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখলেন, " দেশের জন্য মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।"
Independence means enjoying freedom and empowering others too to let them do so.
Gratitude to all those who fought to make Bharat's Independence possible.
May God bless Bharat.#IndependenceDayIndia pic.twitter.com/RttshfL3Ci— Virender Sehwag (@virendersehwag) August 15, 2020
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ লিখলেন, "স্বাধীনতা দিবস মানে হল স্বাধীনতা উপভোগ করা এবং অন্যদের উপভোগ করার সুযোগ করে দেওয়া।"
Our nation's diversity will always remain its biggest strength. Let's always build on it. Wishing everyone a Happy Independence Day. #IndependenceDay2020
— Sunil Chhetri (@chetrisunil11) August 15, 2020
Happy Independence Day to all my fellow Indians
Unity, diversity, humility, and acceptability.. It’s the India I’ve always known and it’s the India I always wish to see for the future.. pic.twitter.com/bymwjOxsZM— Sania Mirza (@MirzaSania) August 15, 2020
On this day, let's remember the sacrifice of our freedom fighters. Happy Independence Day! #JaiHind pic.twitter.com/2cHzR9rIFu
— Saina Nehwal (@NSaina) August 15, 2020
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী , শাটলার সাইনা নেহওয়াল এবং টেনিস তারকা সানিয়া মির্জাও ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।
আরও পড়ুন - এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি; পাক পেসারের প্রশংসা