রবিবার রান চেস করতে চান ভারত অধিনায়ক

পরপর দুটি ম্যাচে হার। এবার মেলবোর্নে সম্মান এবং সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। পরপর দুটি ম্যাচে বোলারদের ব্যর্থতার পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাটসম্যানদের উপর বাড়তি ভরসা করতে হবে ভারতকে। টসে জিতে ব্যাট করে হারতে হয়েছিল। তাই রবিবার রান চেস করতে চান ভারত অধিনায়ক।  টসে জিতলে ফিল্ডিং করতে চান মহেন্দ্র সিং ধোনি। গতবছর জিম্বাবোয়ে বাদে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের সিরিজ হারতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ার কাছে হারলে টানা তিনটি একদিনের সিরিজ হারতে হবে ভারতকে। বলাই বাহুল্য বিশাল চাপে রয়েছেন ধোনি। হারের অন্ধকারের মধ্যে আশার আলো রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম। পরপর দুটি ম্যাচে শতরান করে একাধিক নতুন রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত। তবে ব্যক্তিগত ফর্ম চিন্তায় রাখছে ধোনিকে। আগামীকাল ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন ধোনি। অশ্বিন, জাদেজার স্থান পাকা থাকলেও পেস বিভাগে পরিবর্তন হতে পারে।

Updated By: Jan 16, 2016, 09:46 PM IST
রবিবার রান চেস করতে চান ভারত অধিনায়ক

ওয়েব ডেস্ক: পরপর দুটি ম্যাচে হার। এবার মেলবোর্নে সম্মান এবং সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। পরপর দুটি ম্যাচে বোলারদের ব্যর্থতার পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাটসম্যানদের উপর বাড়তি ভরসা করতে হবে ভারতকে। টসে জিতে ব্যাট করে হারতে হয়েছিল। তাই রবিবার রান চেস করতে চান ভারত অধিনায়ক।  টসে জিতলে ফিল্ডিং করতে চান মহেন্দ্র সিং ধোনি। গতবছর জিম্বাবোয়ে বাদে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের সিরিজ হারতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ার কাছে হারলে টানা তিনটি একদিনের সিরিজ হারতে হবে ভারতকে। বলাই বাহুল্য বিশাল চাপে রয়েছেন ধোনি। হারের অন্ধকারের মধ্যে আশার আলো রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম। পরপর দুটি ম্যাচে শতরান করে একাধিক নতুন রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত। তবে ব্যক্তিগত ফর্ম চিন্তায় রাখছে ধোনিকে। আগামীকাল ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন ধোনি। অশ্বিন, জাদেজার স্থান পাকা থাকলেও পেস বিভাগে পরিবর্তন হতে পারে।

.