নেপালকে চার এক গোলে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল ভারত
নেপালকে চার এক গোলে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল ভারত। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও নেপালকে হারাতে খুব একটা সমস্যা হয়নি ব্লু-ব্রিগেডের। লাললিয়ান জোয়ালার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন সুনীল ছেত্রী ও রউলিন বর্জেস। নেপালকে চার-এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ কাপের সেমিফাইনালে উঠল ভারত। পিছিয়ে পড়া ম্যাচে জিততে অবশ্য বেশি বেগ পেতে হয়নি ব্লু ব্রিগেডকে। নেপালের বিরুদ্ধে ম্যাচে দলে বেশ কয়েকটা পরিবর্তন করেছিলেন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। গোলে ফিরিয়ে আনা হয়েছিল অভিজ্ঞ সুব্রত পালকে। ম্যাচের তিন মিনিটেই প্রীতম, অগাস্টিনদের বোকা বানিয়ে নেপালকে এগিয়ে দেন বিমল মাগর। ছাব্বিশ মিনিটে দেশের জার্সিতে রউলিন বর্জেসের করা প্রথম গোলে সমতা ফেরায় ভারত। এক- এক অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। জড়তা কাটিয়ে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে কনস্ট্যানটাইন ব্রিগেড। সাতষট্টি মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। এরই মাঝে দুটো নিশ্চিত গোল বাঁচিয়ে ব্লু ব্রিগেডকে ম্যাচে রাখেন সুব্রত পাল। ম্যাচের শেষ কুড়ি মিনিট অবশ্য শুধুই ওয়ান ওয়ে ট্রাফিক। দশ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন তরুণ ফুটবলার লাললিয়ানজুয়ালা। এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হল ডিফেন্ডার কৌশিক সরকারের।
ওয়েব ডেস্ক: নেপালকে চার এক গোলে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল ভারত। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও নেপালকে হারাতে খুব একটা সমস্যা হয়নি ব্লু-ব্রিগেডের। লাললিয়ান জোয়ালার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন সুনীল ছেত্রী ও রউলিন বর্জেস। নেপালকে চার-এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ কাপের সেমিফাইনালে উঠল ভারত। পিছিয়ে পড়া ম্যাচে জিততে অবশ্য বেশি বেগ পেতে হয়নি ব্লু ব্রিগেডকে। নেপালের বিরুদ্ধে ম্যাচে দলে বেশ কয়েকটা পরিবর্তন করেছিলেন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। গোলে ফিরিয়ে আনা হয়েছিল অভিজ্ঞ সুব্রত পালকে। ম্যাচের তিন মিনিটেই প্রীতম, অগাস্টিনদের বোকা বানিয়ে নেপালকে এগিয়ে দেন বিমল মাগর। ছাব্বিশ মিনিটে দেশের জার্সিতে রউলিন বর্জেসের করা প্রথম গোলে সমতা ফেরায় ভারত। এক- এক অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। জড়তা কাটিয়ে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে কনস্ট্যানটাইন ব্রিগেড। সাতষট্টি মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। এরই মাঝে দুটো নিশ্চিত গোল বাঁচিয়ে ব্লু ব্রিগেডকে ম্যাচে রাখেন সুব্রত পাল। ম্যাচের শেষ কুড়ি মিনিট অবশ্য শুধুই ওয়ান ওয়ে ট্রাফিক। দশ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন তরুণ ফুটবলার লাললিয়ানজুয়ালা। এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হল ডিফেন্ডার কৌশিক সরকারের।