সাফকাপে জয়ী ভারত

টানা দুবার সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে আফগানিস্তানকে চার-শূন্য গোলে হারালেন সুনীল ছেত্রীরা। প্রথমার্ধে দাপট ছিল আফগানিস্তানের।

Updated By: Dec 11, 2011, 02:08 PM IST

টানা দুবার সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত।ফাইনালে আফগানিস্তানকে চার-শূন্য গোলে হারালেন সুনীল ছেত্রীরা। প্রথমার্ধে দাপট ছিল আফগানিস্তানের। দুবার এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিলেন আফগান ফুটবলাররা। কিন্তু গোল করতে ব্যর্থ হন তাঁরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও আফগানদের দপট ছিল অব্যাহত। কিন্তু সত্তর মিনিটে নিজেদের বক্সে সুনীল ছেত্রীকে ফেলে দেওয়ার পরই শুরু আফগানিস্তানের পতন। মেজাজ হারিয়ে লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান আফগানিস্তানের গোলরক্ষক ইউসুফজারি। দশজনের আফগানিস্তানকে পেয়ে শুরু হয় ভারতের ছেলেখেলা। পেনাল্টি থকে গোল করে ভারতকে প্রথম এগিয়ে দেন সুনীল ছেত্রী। ব্যবধান বাড়ান ক্লিফোর্ড মিরান্ডা। আশি মিনিটে ভারতের হয়ে ব্যবধান আরও বাড়ান জেজে। মাত্র দশমিনিটের মধ্যে তিনটি গোল হজম করে বেসামাল হয়ে পড়ে আফগানিস্তান। ম্যচের অতিরিক্ত সময়ে ভারতের হয়ে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন সুশীল সিং।

.