হকিতে অসিদের কাছে ০-৪ গোলে হার, রুপো পেয়েই সন্তুষ্ট ভারত

সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরে গেলেন সর্দার সিংরা। মালয়েশিয়া ম্যাচের দাপট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখাতে ব্যর্থ হয় ভারতীয় দল। গোটা ম্যাচে আধিপত্য দেখান ক্যাঙ্গারুরা। এই নিয়ে রেকর্ড সংখ্যক নবমবার সুলতান আজলান শাহ খেতাব জিতল অস্ট্রেলিয়া। শেষবার ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথম কোয়ার্টারে গোল হজম না করলেও দ্বিতীয় কোয়ার্টারে পিছিয়ে পড়ে ভারত। সেখান থেকে আর কামব্যাক করতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারে আরও দুটো গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় অসিরা।

Updated By: Apr 17, 2016, 07:53 PM IST
হকিতে অসিদের কাছে ০-৪ গোলে হার, রুপো পেয়েই সন্তুষ্ট ভারত

ওয়েব ডেস্ক: সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরে গেলেন সর্দার সিংরা। মালয়েশিয়া ম্যাচের দাপট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখাতে ব্যর্থ হয় ভারতীয় দল। গোটা ম্যাচে আধিপত্য দেখান ক্যাঙ্গারুরা। এই নিয়ে রেকর্ড সংখ্যক নবমবার সুলতান আজলান শাহ খেতাব জিতল অস্ট্রেলিয়া। শেষবার ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথম কোয়ার্টারে গোল হজম না করলেও দ্বিতীয় কোয়ার্টারে পিছিয়ে পড়ে ভারত। সেখান থেকে আর কামব্যাক করতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারে আরও দুটো গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় অসিরা।

.