সচিনের ইতিহাসেও হার ভারতের
এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারতে হল ভারতকে। পাঁচ উইকেটে হেরে গেলেন ধোনিরা। মীরপুরে ২৮৯ রান করেও জিততে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা।
এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারতে হল ভারতকে। পাঁচ উইকেটে হেরে গেলেন ধোনিরা। মীরপুরে ২৮৯ রান করেও জিততে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২৮৯ রান করে ভারত। একশ চোদ্দ রানের অনবদ্য ইনিংস খেলেন সচিন তেন্ডুলকর। ছেষট্টি রান করেন বিরাট কোহলি। জবাবে তামিম ইকবাল আর জাহুরুল ইসলামের অনবদ্য পার্টনারশিপ বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। শেষদিকে সাকিবুল হাসান আর অধিনায়ক রহিমের দুরন্ত ব্যাটিং মীরপুরে বাংলাদেশকে অনবদ্য জয় এনে দেয়। অল রাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন সাকিবুল হাসান।