হারারেতে হারাতে পারলেই হোয়াইটওয়াশ, শেষ ম্যাচে দল নিয়েও পরীক্ষা করতে চান ধোনি

সিরিজ জেতা হয়ে গেছে। হারারেতে ম্যাচ জিতে এবার জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ধোনির। পাশাপাশি দল নিয়েও পরীক্ষা-নিরিক্ষা করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। 

Updated By: Jun 14, 2016, 10:59 PM IST
হারারেতে হারাতে পারলেই হোয়াইটওয়াশ, শেষ ম্যাচে দল নিয়েও পরীক্ষা করতে চান ধোনি

ওয়েব ডেস্ক: সিরিজ জেতা হয়ে গেছে। হারারেতে ম্যাচ জিতে এবার জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ধোনির। পাশাপাশি দল নিয়েও পরীক্ষা-নিরিক্ষা করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। 

বুধবার হারারেতে শেষ একদিনের ম্যাচের জন্য দলে আরও বেশি তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বুধবার ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল এবং আম্বাতি রায়ুডুকে বিশ্রাম দেওয়া হতে পারে। এঁদের দুজনের জায়গায় সুযোগ পেতে পারেন নবাগত ফৈজ ফাজাল এবং মনদীপ সিং। পেস বিভাগে তিনজন পেসারের মধ্যে একজনকে বিশ্রাম দিতে পারে দলের থিঙ্ক ট্যাঙ্ক। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন জয়দেব উনাদকাট। অলরাউন্ডার ঋষি ধাওয়ানকেও খেলাতে পারে ধোনি এন্ড কোম্পানি। স্পিনার ইউজবেন্দ্র চাহাল অথবা অক্ষর প্যাটেলেক মধ্যে একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন অফস্পিনার জয়ন্ত যাদব। 

.