ইউরোতে দেড় লক্ষ ইউরো জরিমানা রাশিয়ার
ওয়েব ডেস্ক: ইউরো কাপে রাশিয়া-ইংল্যান্ড ম্যাচে সমর্থকদের সংঘর্ষের জের। রাশিয়াকে চরম হুঁশিয়ারী দিল উয়েফা। ঘটনার পুনরাবৃত্তি ঘটলে রাশিয়াকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে জানিয়ে দিল তারা। একইসঙ্গে দেড় লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে রাশিয়াকে।
রাশিয়াকে চরম হুঁশিয়ারী দিল ইউরোপীয় ফুটবলের সর্বময় সংস্থা উয়েফা। ইউরো কাপে রাশিয়ার বাকি ম্যাচগুলোয় দর্শক অসন্তোষের ঘটনা ঘটলে,তাদের ততক্ষণাত ইউরো থেকে বহিষ্কার করা হবে জানিয়ে দিল তারা। শনিবার ইংল্যান্ড-রাশিয়া ম্যাচে গণ্ডগোলে জড়িয়েছিলেন দুই দেশের সমর্থকরা। মাঠ আর মাঠের বাইরের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন সমর্থক। পরিস্থিতি আয়ত্তে আনতে জলকামান আর টিয়ার গ্যাস ব্যবহার করতে হয় স্থানীয় প্রশাসণকে। ঘটনার পরই দুই দেশকে সতর্ক করে উয়েফা। তবে মঙ্গলবার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর চরম হুঁশিয়ারী দেওয়া হল রাশিয়াকে। একইসঙ্গে দেড় লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে তাদের। এদিকে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচের আগে এবার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করলেন ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ডায়েক। মেগা ম্যাচের আগে নিরাপত্তা নিশ্চিত করতে UEFA-কে চিঠি দিলেন তিনি।