টেস্টের পর একদিনের শিখরেও বিরাটের ভারত

শুক্রবার সেঞ্চুরিয়ানে একদিনের সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের কাছে হারলেও আইসিসি ক্রমতালিকায় ১ নম্বরেই থাকবে ভারত।

Updated By: Feb 14, 2018, 12:17 PM IST
টেস্টের পর একদিনের শিখরেও বিরাটের ভারত
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের ব্লু আইড বয় বিরাট কোহলির জিওন কাঠির ছোঁয়ায় টেস্টের পর একদিনের ক্রিকেটেও আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে টিম ইন্ডিয়া। বাড়তি ভাল খবর, শুক্রবার সেঞ্চুরিয়ানে একদিনের সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের কাছে হারলেও আইসিসি ক্রমতালিকায় ১ নম্বরেই থাকবে ভারত।

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ইতিহাসে বিরাট বাহিনী

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় মেন ইন ব্লু-র।এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ওডিআই রেটিং পয়েন্ট ১২২। সেখানে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৮। শুক্রবার সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের কাছে হারলে ভারতের রেটিং পয়েন্ট হবে ১২১ আর দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট দাঁড়াবে ১১৯। যার অর্থ, চলতি সিরিজ শেষে একদিনের ক্রিকেটে এক নম্বরে বিরাটরাই।

টানা ন'টি একদিনের সিরিজে জয় ভারতের। টেস্টের পর এবার একদিনের ক্রিকেটের শিখরেও বিরাটব্রিগেড। টি-টোয়েন্টিতে ৩ নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতলেও ১ নম্বরে ওঠা হবে না বিরাটদের।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়  

  

.