WI vs IND: উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গেই ভারত লিখল ওয়ানডে ইতিহাস

কোনও একটি দলের বিরুদ্ধে টানা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড করল ভারত। শিখর ধাওয়ানের দল টপকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

Updated By: Jul 25, 2022, 11:38 AM IST
WI vs IND: উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গেই ভারত লিখল ওয়ানডে ইতিহাস
জয়ের পর অক্ষরকে জড়িয়ে ধরেন সিরাজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ভারত ২-০ জিতে নিল। গত রবিবার পোর্ট অফ স্পেনের কুইন'স পার্ক ওভালে নিকোলাস পুরানের টিম টস জিতে প্রথমে ব্যাট করে। ওপেনার শে হোপের ঝকঝকে শতরান (১৩৫ বলে ১১৫) ও ক্যাপ্টেন পুরানের (৭৭ বলে ৭৪) ব্যাটে ভর করে উইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছিল। ভারতীয় ব্যাটারদের দলগত প্রয়াসে ভারত ২ বল বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জিতে নেয়। অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে আলাদা নজর কাড়েন।

রবিবাসরীয় এই জয়ের সঙ্গেই ভারত অনন্য ওয়ানডে ইতিহাস লিখল। কোনও একটি দলের বিরুদ্ধে টানা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড করল ভারত। শিখর ধাওয়ানের দল টপকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এর আগে ওয়াঘার ওপারের দেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯৯৬-২০২১ পর্যন্ত টানা ১১টি সিরিজ জিতেছিল। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত ডজন ওয়ানডে সিরিজ জিতল। 

দেখে নেওয়া যাক এই রেকর্ডে প্রথম পাঁচে রয়েছে কারা:

১২ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০৭-২০২২)  
১১  পাকিস্তান বনাম জিম্বাবোয়ে (১৯৯৬-২০২১)
১০ পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯৯৯-২০২২)
৯  দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে (১৯৯৫-২০১৮)
৯  ভারত বনাম শ্রীলঙ্কা (২০০৭-২০২১) 
 

আগামী বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ভারতের কাছে সুযোগ রয়েছে উইন্ডিজকে হোয়াইওয়াশ করার। ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর ওপেনিং পার্টনার ধাওয়ানের হাতে। টি-২০ সিরিজে ফের ফিরবেন রোহিত। অন্যদিকে বিরাট কোহলি ফের বিশ্রাম নিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই খেলবেন না। ওয়ানডে-তে নেই হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থও। ওয়েস্ট ইন্ডিজে নেই ভারতের দুই পেস তারকা-মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা। 

আরও পড়ুন: Stephen Constantine | East Bengal: স্টিফেনকেই চুক্তিপত্র পাঠাল ইস্টবেঙ্গল, প্রায় নিশ্চিত সাহেব কোচ!

আরও পড়ুনAngelo Mathews: লাল বলের ক্রিকেটে বিরাট মাইলস্টোন! বিশেষ স্মারকে সংবর্ধনা অ্যাঞ্জেলোকে

আরও পড়ুনKrunal Pandya | Pankhuri Sharma: বাবা হওয়ার সুখবর দিয়েই সদ্যোজাতের নাম জানালেন ক্রুনাল
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.