বিশ্বকাপে ভারতীয় দল-এক নজরে অনেক কিছু
বিশ্বকাপে প্রথম ১৫ নির্বাচিত হওয়া কোন কোন ক্রিকেটার গত বিশ্বকাপেও খেলেছিলেন-মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন।
বিশ্বকাপে ভারতীয় দলের গড় বয়স-২৭.২২ বছর, মোট ম্যাচ-১২৪২, মোট রান-২৯,৮৮৯, গড় ৪০.১২,স্ট্রাইক রেট-৮৭.৬১, শতরান- ৪৮টা, অর্ধ শতরান-১৭৮টা, উইকেট সংগ্রহ-৫৮৭টি, গড়-৩৩.৫১,ইকনমি রেট-৫.১৬
২০১৫ বিশ্বকাপে নির্বাচিত ১৫ জনের দল- শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, আম্বাতু রায়াডু, এমএস ধোনি, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি,ইশান্ত শর্মা
২০১১ বিশ্বকাপে নির্বাচিত ১৫ জনের দল- বীরেন্দ্র সেওয়াগ,সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বিরাট কোহলি,যুবরাজ সিং, সুরেশ রায়না, এম এস ধোনি,জাহির খান,আশিষ নেহেরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং,রবীচন্দ্রন অশ্বিন, পীযুষ চাওলা, ইউসুফ পাঠান, এস শ্রীসন্থ, প্রবীণ কুমার (চোটের জন্য পরে নাম প্রত্যাহার করা হয়)।