অভিষেকের ১৭ বছর পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল বাংলাদেশের। এরপর পদ্মাপারের দেশের ক্রিকেটে নানা উত্থান-পতন দেখেছে। জিম্বাবোয়ে থেকে অস্ট্রেলিয়া। নানা দেশে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু যাদের সঙ্গে খেলে টেস্ট ক্রিকেটে হাতখড়ি হয়েছিল সেই প্রতিবেশী দেশ ভারতে কখনই পাঁচদিনের ম্যাচ খেলার সুযোগ পায়নি। অভিষেকের ১৭ বছর পর ভারতে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছর হায়দরাবাদে একটা টেস্ট খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারিতে ভারত-বাংলাদেশ এই টেস্টটি হবে ফেব্রুয়ারিতে। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর প্রেস বিবৃতিতে জানান , ''বিসিসিআইয়ের দায়িত্ব হল প্রতিটি টেস্ট খেলিয়ে দেশকে ভারতে খেলার সুযোগ করে দেওয়া।''

Updated By: Aug 3, 2016, 03:21 PM IST
অভিষেকের ১৭ বছর পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

ওয়েব ডেস্ক: ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল বাংলাদেশের। এরপর পদ্মাপারের দেশের ক্রিকেটে নানা উত্থান-পতন দেখেছে। জিম্বাবোয়ে থেকে অস্ট্রেলিয়া। নানা দেশে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু যাদের সঙ্গে খেলে টেস্ট ক্রিকেটে হাতখড়ি হয়েছিল সেই প্রতিবেশী দেশ ভারতে কখনই পাঁচদিনের ম্যাচ খেলার সুযোগ পায়নি। অভিষেকের ১৭ বছর পর ভারতে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছর হায়দরাবাদে একটা টেস্ট খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারিতে ভারত-বাংলাদেশ এই টেস্টটি হবে ফেব্রুয়ারিতে। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর প্রেস বিবৃতিতে জানান , ''বিসিসিআইয়ের দায়িত্ব হল প্রতিটি টেস্ট খেলিয়ে দেশকে ভারতে খেলার সুযোগ করে দেওয়া।''

আরও পড়ুন- বিশ্বকাপে ভারত- বাংলাদেশের সেই বিতর্কিত ম্যাচ ফের খেলানোর সিদ্ধান্ত আইসিসি-র

ভারতে টেস্ট খেলতে বাংলাদেশের এতদিল লেগে গেল কেন?বিশেষজ্ঞরা বলছেন, টেস্টে বাংলাদেশ এতটাই দুর্বল যে তাদের সঙ্গে দেশের মাটিতে টেস্ট সিরিজ আয়োজন করে স্পন্সর,ব্রডকাস্টারদের মন খারাপ না করে দেওয়া। স্পনসর, ব্রডকাস্টাররা বোর্ডকে মোটা টাকা দিয়ে সত্ত্ব কেনার পর বাংলাদেশ নয় সিরিজ করতে চায় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,ইংল্যান্ডের মত  দেশের বিরুদ্ধে টেস্ট খেলতে। কারণ টেস্টে টিআরপি একেই কম মেলে, তারওপর আবার সেই ম্যাচ একপেশে হলে বেশ ক্ষতি স্পনসর, ব্রডকাস্টারদের।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ এশিয়া কাপ ম্যাচের পরিসংখ্যান, বুঝবেন বাংলাদেশের কী হাল!

ভারত এর মধ্যে পাঁচবার বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছে। একবারও টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।  

আরও পড়ুন- টেস্টে বাংলাদেশ-এক নজরে

.