সিরিজ হাতে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত LIVE SCORE
১৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে খেলার রাশ বাংলাদেশের হাতে। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৯। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। মাঝে বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। ডাক ওয়াথ লুইস নিয়ম অনুযায়ী বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯৯। বাংলাদেশকে এই রান করতে হবে ৪৭ ওভারে।
ওয়েব ডেস্ক: ১৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে খেলার রাশ বাংলাদেশের হাতে। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৯। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। মাঝে বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। ডাক ওয়াথ লুইস নিয়ম অনুযায়ী বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯৯। বাংলাদেশকে এই রান করতে হবে ৪৭ ওভারে।
ভারতের বিরুদ্ধে বোলিং আগ্রাসনে মুখ থুবরে পড়েছে বিশ্ব ক্রিকেটের 'তাবড় দল' ভারত। তাস্কিন, মুস্তাফিজুরদের কচি হাতে একে একে উইকেট দিয়ে ২২ গজ ছাড়লেন ধোনি, ধাওয়ন, বিরাট, রায়না-রায়ডুরা। ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ।
মীরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতেই ধাক্কা খেল ভারত। প্রথম ওভারেই বাহাতি মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে প্যাভিলিয়নমুখী হন রোহিত শর্মা। খেলা শুরুর প্রথমেই ওপেনিং জুটির একজনকে ২২ গজ থেকে ফিরিয়ে দিয়ে খেলার চালক আসনে বাংলাদেশ। অসফল হয়েছেন রাহানের বদলি রায়ডুও। ব্যাটিংয়ে হাল ধরেছেন ক্যাপ্টেন কুল ধোনি । ২২ যোগে রয়েছেন সুরেশ রায়না। ৪ উইকেট হারিয়ে ভারতের রান ১৩২।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়ে চাপে এশিয়ান জায়েন্টস ভারত। এই ম্যাচে ইতিহাস রচনার পথে বাংলাদেশ। অন্যদিকে জিতে বাংলাদেশের বিজয় উৎসবের জবাব দিতে মরিয়া ভারতও। ভারতের কাছে এই ম্যাচ 'ডু ওর ডাই গেম'।
ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। দল থেকে বাদ পড়লেন ম্যান ইন ফর্ম অজিঙ্কে রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা। দলে এসছেন অক্ষর প্যাটেল, ধবল কুলকর্নি, আম্বতি রায়ডু।