ধোনির উল্টোপথে বিরাট, স্পিনমন্ত্রের বদলে পেস অ্যাটাকে জোর, তিনে ব্যাট করবেন রোহিত

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে পাঁচ বোলার খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের নয়া টেস্ট অধিনায়ক মনে করেন বিপক্ষের ২০টা উইকেট নিতে গেলে পাঁচ বোলার খেলানো প্রয়োজন। শ্রীলঙ্কা সফরের জন্য সোমবারই উড়ে যাচ্ছে কোহলি ব্রিগেড।

Updated By: Aug 3, 2015, 08:48 AM IST
ধোনির উল্টোপথে বিরাট, স্পিনমন্ত্রের বদলে পেস অ্যাটাকে জোর, তিনে ব্যাট করবেন রোহিত

ব্যুরো: শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে পাঁচ বোলার খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের নয়া টেস্ট অধিনায়ক মনে করেন বিপক্ষের ২০টা উইকেট নিতে গেলে পাঁচ বোলার খেলানো প্রয়োজন। শ্রীলঙ্কা সফরের জন্য সোমবারই উড়ে যাচ্ছে কোহলি ব্রিগেড।

টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ঠিক উল্টোপথে হাঁটতে চলেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে চার নয়, পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়েই খেলতে চান কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক বলেন দলে হরভজন, অশ্বিনরা থাকায় আলাদাভাবে অলরাউন্ডারের প্রয়োজন নেই। এই প্রথম একটি সিরিজে পূর্ণ নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন কোহলি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ বিরাট কোহলির কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তা মানছেন স্বয়ং কোহলিই।

ভারতের ব্যাটিং লাইন আপে রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া তিন নম্বর পজিশনে রোহিত শর্মাকে পাকাপাকিভাবে চাইছেন বিরাট কোহলি। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতকে তিন নম্বর পজিশনে খেলিয়ে সাফল্য পেয়েছিল ভারতীয় দল। সেটাকেই হাতিয়ার করে শ্রীলঙ্কা সফরেও  টেস্টে এই পজিশনে রোহিতকে খেলাতে চান কোহলি।
                          
ওপেনার মুরলি বিজয়ের চোট নিয়েও কোনও শঙ্কা নেই বলেই জানিয়েছেন কোহলি।

 

.