Ranji Trophy 2022, Yash Dhull: সেঞ্চুরিতে রঞ্জি অভিষেকে যশ ধুলের! এলেন সচিন-রোহিতদের ক্লাবে

যশ ধুল ব্যাট হাতে লিখলেন রঞ্জি ইতিহাস! অভিষেকেই করলেন শতরান।

Updated By: Feb 17, 2022, 01:38 PM IST
Ranji Trophy 2022, Yash Dhull: সেঞ্চুরিতে রঞ্জি অভিষেকে যশ ধুলের! এলেন সচিন-রোহিতদের ক্লাবে
শতরানের পর যশ ধুলের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (Under-19 World Cup 2022) জেতানোর কিছু দিনের মধ্যেই অধিনায়ক যশ ধুল (Yash Dhull) নেমে পড়েছেন রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022) খেলতে। দিল্লি দলের নির্বাচকরা চেয়েছিলেন ধুল লাল বলের ক্রিকেটের স্বাদ নিক। সেজন্য ধুলকে নিয়েই রঞ্জি দল করেছিল দিল্লি।

ধুল শুধু নির্বাচকদের আস্থার দামই রাখলেন না, ব্যাট হাতে ইতিহাস লিখে, দেখিয়ে দিলেন কেন তিনি ভারতীয় দলের আগামীর ব্যাটিং তারকা। ধুল বৃহস্পতিবার রঞ্জি অভিষেক স্মরণীয় করলেন ঝকঝকে শতরান করে। রঞ্জি অভিষেকে সেঞ্চুরিকারী ভারতীয় ক্রিকেটার তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রোহিত শর্মা (Rohit Sharma) ও অমোল মজুমদারের মতো নাম ( Amol Mujumdar)। সেই তালিকায় নিজেকে জুড়ে নিলেন বছর উনিশের ব্যাটার। 

আরও পড়ুন: WATCH: 'ওয়াইড কিধার দে রাহা হ্যায় ইয়ার!' বিরক্ত Rohit, রিভিউ নিলেন Virat-এর কথায়

এদিন গুয়াহাটির বারসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এলিট গ্রুপ এইচে থাকা দিল্লি-তামিলনাড়ু মুখোমুখি হয়েছে। বিজয় শঙ্করের তামিলনাড়ু টস জিতে ব্যাট করতে পাঠান প্রদীপ সঙ্গওয়ানের দিল্লিকে। যশ ধুল ও ধ্রুব শোরে ওপেন করতে নেমেছিলেন। কিন্তু তামিলনাড়ুর বোলারদের দাপটে তিন ওভারের মধ্যেই দিল্লি প্রথম দুই উইকেট হারিয়ে ফেলে। শোরে (১) ও তিনে ব্যাট করতে নামা হিম্মত সিং (০) ফিরে যান সাজঘরে। শুরুতে জোড়া উইকেট হারিয়ে দিল্লিকে বড় ধাক্কা দেয় তামিলনাড়ু।

এরপর ধুলের হাত শক্ত করতে আসেন নীতীশ রানা। ধুল এবং নীতীশ মিলে ৬০ রানের যুগলবন্দি করেন। নীতীশ ফিরে যান ২৫ রান করে। এরপর ধুল জন্টি সিধুকে নিয়ে ৫৭ বলে ৫০ রান করে ফেলেন। ধীরে ধীরে ধুল শতরানও করে ফেলেন ১৩৫ বলে। ধুলের সেঞ্চুরি ইনিংস থামে ১৫০ বলে ১১৩ রানে এসে। এম মহম্মদের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ১৮টি চারে নিজের ইনিংস সাজান ধুল। 

 ধুল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোভিডকে জয় করেই চার ম্যাচে ২২৯ রান করেছিলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন শতরানও। ধুলের পারফরম্যান্স তাঁর আইপিএলের মঞ্চও গড়ে দেয়। দিল্লি ক্যাপিটালস ধুলকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে সদ্যসমাপ্ত নিলামে।

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.