Ind vs Aus: স্মিথের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে লড়ছে Team India
দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৯৬ রান। ৯ রানে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অন্যদিকে ৫ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ২৪২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : সিডনিতে স্টিভ স্মিথের (Steve Smith) দুরন্ত সেঞ্চুরি। সঙ্গে মার্নাস লাবুশানের (Marnus Labuschagne) ৯১ রান। সিডনিতে প্রথম ইনিংসে ৩৩৮ রান তুলল অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৯৬/২। এখনও ২৪২ রানে পিছিয়ে রাহানেরা।
Rahane and Pujara survive as India finish the day on 96/2, a deficit of 242 after Australia posted 338.
Who was the star of the day?#AUSvIND SCORECARD https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/QPB4AFg9eg
— ICC (@ICC) January 8, 2021
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৬৬/২। দ্বিতীয় দিনে সেখান থেকেই অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে টেনে নিয়ে যেতে থাকেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)এবং স্টিভ স্মিথ (Steve Smith)। লাবুশানে (Marnus Labuschagne) ৯১ রান করে আউট হন। এরপর কার্যত একার কাঁধে দায়িত্ব তুলে নেন স্মিথ (Steve Smith)। কারণ অন্যদিকে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দাপটে পর পর উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টিভ স্মিথ (Steve Smith)। টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি করলেন তিনি। ৯ নম্বরে ব্যাট করতে নেমে একমাত্র মিচেল স্টার্ক (Mitchell Starc) ২৪ রান করেন। ৩৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ২টি করে উইকেট নেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং নভদীপ সাইনি (Navdeep Saini)। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
Steve Smith scored his first Test century in nearly 16 months today
You can see it meant a lot to him #AUSvIND pic.twitter.com/GhJVa68bl4
— ICC (@ICC) January 8, 2021
আরও পড়ুন- Ind vs Aus: শতরানকারী স্মিথকে সাজঘরে ফেরাল জাদেজার Bullet Throw, দেখুন ভিডিয়ো
ব্যাট করতে নেমে শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma) জুটি ওপেনিংয়ে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। ২৬ রান করেন রোহিত শর্মা (Rohit Sharma)। অন্যদিকে হাফ সেঞ্চুরি করে আউট হলেন শুভমান গিল (Shubman Gill)। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৯৬ রান। ৯ রানে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অন্যদিকে ৫ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ২৪২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন - Ind vs Aus: তিন দিনের লকডাউন, Brisbane-এ চতুর্থ টেস্ট ঘিরে অনিশ্চয়তা