পিঙ্ক টেস্টে ক্রিকেট-বিনোদনের ককটেল ক্রিকেটের নন্দন কাননে

পিঙ্ক টেস্টে ইডেনে আজ চাঁদের হাট। উদ্বোধনে একমঞ্চে হাসিনা-মমতা।

Updated By: Nov 22, 2019, 08:41 AM IST
পিঙ্ক টেস্টে ক্রিকেট-বিনোদনের ককটেল ক্রিকেটের নন্দন কাননে

নিজস্ব প্রতিবেদন : ইডেনে গোলাপি বলের টেস্ট। গোটা শহরের ক্রিকেটপ্রেমীরা উন্মাদনায় ফুটছেন। ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ ঘিরে উত্সাহের অন্ত নেই। এই প্রথম গোলাপি বলে টেস্ট খেলবে দুই দেশ। এমন ম্যাচ স্মরণীয় করে রাখতে বিসিসিআই-এর উদ্যোগের শেষ নেই। পিঙ্ক টেস্টে ইডেনে আজ চাঁদের হাট। উদ্বোধনে একমঞ্চে হাসিনা-মমতা। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি  থাকছেন মেরি কম, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, গোপীচাঁদ, অভিনব বৃন্দা। থাকছেন দুই বাংলার নেতামন্ত্রী- শিল্পীরা।

 

ভারতে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট হবে আজ। এই ঐতিহাসিক টেস্টকে ঘিরে নানা অনুষ্ঠানে মোড়া ইডেনের প্রথমদিন-

** প্রথমে থাকছে পুলিস ব্যান্ড শো।
**  তারপর HIV আক্রান্ত শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করবেন দু দেশের ক্রিকেটাররা।
** এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে গিয়ে দুই দেশের ক্রিকেটারদের সঙ্গে পরিচিতি সারবেন।
** এরপর দুপুর ১২:৩০ টায় ইডেনে টস হবে বিশেষ সোনার কয়েন দিয়ে।  
** টস-এর পর দু'দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা ভাষায় জোড়া জাতীয় সঙ্গীত।
** ইডেনের ঘণ্টা বাজিয়ে প্রথম দিনের খেলার সূচনা করবেন হাসিনা ও মমতা। উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, সচিন তেন্ডুলকর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
** প্রথম সেশনের খেলা শুরু হবে দুপুর ১টায়।
** প্রথম ব্রেকে (বিকেল ৩টে থেকে ৩:৪০ পর্যন্ত)---ভারতীয় ক্রিকেটের পাঁচ নক্ষত্র সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং অনিল কুম্বলে ফ্যাবুলাস ফাইভ-কে নিয়ে মাঠে চ্যাট শো হবে।
** বিকেল ৩:৪০-এ শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা।
** দ্বিতীয় ব্রেকে (বিকেল ৫:৪০ থেকে সন্ধে ৬টা)---প্রাক্তন ভারতীয় অধিনায়কদের গাড়ি করে ইডেন প্রদক্ষিণ করানো হবে পাশাপাশি থাকবেন ক্রীড়াজগতের অন্যান্য নক্ষত্ররাও।
** সন্ধে ৬টা থেকে শুরু হবে দিনের শেষ সেশনের খেলা।  
** ম্যাচ শেষে ইডেন মাতাবেন রুনা লায়লা।
** এরপর ২০০০ সালে সৌরভের নেতৃত্বে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দু দেশের ক্রিকেটারদের সংবর্ধিত করা হবে। সংবর্ধনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
** এরপর সংবর্ধিত করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
**  এরপর সঙ্গীত পরিবেশন করে ইডেন মাতাবেন জিত্‍ গাঙ্গুলি

আরও পড়ুন - এবার গোলাপি বলের আদলে মিষ্টি! নিজেই টুইট করলেন সৌরভ

.