পাসপোর্ট হাতে না থাকায় ভুটানের বিরুদ্ধে প্রদর্শণী ম্যাচ খেলতে যেতে পারলেন না এক ফুটবলার!

পাসপোর্ট হাতে না থাকায় ভুটানের বিরুদ্ধে প্রদর্শণী ম্যাচ খেলতে দলের সঙ্গে যেতে পারলেন না প্রীতম কোটাল। দিল্লিতে জাতীয় দলের শিবিরে দুসপ্তাহ অনুশীলন করলেও কলকাতায় ফিরে এসেছেন এই রাইটব্যাক। অগাস্টের তৃতীয় সপ্তাহে স্পেনে শিবির করতে যাওয়ার কথা অ্যাটলেটিকো দ্য কলকাতার। এবার এটিকেতে রয়েছেন প্রীতম। বাঙালি এই ফুটবলারের পাসপোর্ট আপাতত জমা রয়েছে এটিকের কাছে।

Updated By: Aug 8, 2016, 10:54 PM IST
পাসপোর্ট হাতে না থাকায় ভুটানের বিরুদ্ধে প্রদর্শণী ম্যাচ খেলতে যেতে পারলেন না এক ফুটবলার!

ওয়েব ডেস্ক: পাসপোর্ট হাতে না থাকায় ভুটানের বিরুদ্ধে প্রদর্শণী ম্যাচ খেলতে দলের সঙ্গে যেতে পারলেন না প্রীতম কোটাল। দিল্লিতে জাতীয় দলের শিবিরে দুসপ্তাহ অনুশীলন করলেও কলকাতায় ফিরে এসেছেন এই রাইটব্যাক। অগাস্টের তৃতীয় সপ্তাহে স্পেনে শিবির করতে যাওয়ার কথা অ্যাটলেটিকো দ্য কলকাতার। এবার এটিকেতে রয়েছেন প্রীতম। বাঙালি এই ফুটবলারের পাসপোর্ট আপাতত জমা রয়েছে এটিকের কাছে।

আরও পড়ুন পশ্চিমবঙ্গের নাম পাল্টাতে চাইছেন যাঁরা, তাঁদের ছোট্ট একটাই প্রশ্ন

অদ্ভুত এই কারণের জন্য জাতীয় দলের সঙ্গে ভুটান যেতে পারলেন না প্রীতম। কুড়িজনের দল নিয়ে সোমবার ভুটান গেলেন স্টিফেন কনস্ট্যানটাইন। দলে একঝাঁক তরুণ ফুটবলারের মধ্যে পুরনো মুখ বলতে সুব্রত পাল, সন্দেশ জিঙ্ঘান, প্রণয় হালদার ও জেজে। তেরোই অগাস্ট ভুটানের মুখোমুখি হবে ব্লু-ব্রিগেড।

আরও পড়ুন  তীরে এসে তরি ডুবল, পদক জেতার আশা তৈরি করেও ব্যর্থ হলেন অভিনব

.