India vs England: পুনে থেকে কলকাতায় সরতে পারে ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ
করোনার কারণে গতবছর দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি একদিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়নি।
নিজস্ব প্রতিবেদন - কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের ৩টি একদিনের ম্যাচ হতে পারে ইডেন গার্ডেন্সে। পুনেতে ২৩, ২৬ ও ২৮শে মার্চ ম্যাচগুলি হওয়ার কথা ছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে। কিন্তু মহারাষ্ট্রে হঠাৎ করেই কোভিডের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুনে থেকে ম্যাচ সরানোর চিন্তাভাবনা চলছে বোর্ডের অন্দরে।
কলকাতায় এখন কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ম্যাচও হয়েছে এখানে। বিজয় হাজারে ট্রফির ম্যাচ এখনও চলছে কলকাতায়। এছাড়াও করোনার কারণে গতবছর দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি একদিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়নি। কলকাতা থেকেই দেশে ফেরার বিমান ধরেন দঃ-আফ্রিকার ক্রিকেটাররা।
আরও পড়ুন - India vs England: ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়ালেন বুমরা
বোর্ডের রোটেশন পদ্ধতি অনুযায়ী সিএবি-র পাওয়ার কখা অন্তত একটি একদিনের ম্যাচ। কিন্তু করোনার জন্য পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি ম্যাচই হবে একটি শহরে। সেক্ষেত্রে ইডেনেই হতে পারে তিনটি একদিনের ম্যাচ। তবে ২৭শে মার্চ থেকে বাংলায় শুরু নির্বাচনও। কলকাতায় সেই সময় ভোট না থাকলেও পুলিশ ও প্রশাসনের অনুমতি ছাড়া সিএবি-র পক্ষে এই ম্যাচগুলি আয়োজন করা কঠিন।