ডারহামে নেমে পড়ল Kohli অ্যান্ড কোং, নৈশালোকে প্র্যাকটিসে মত্ত Dravid র শিষ্যরা
জোড়া ভারতীয় দল এক সঙ্গে খেলছে দুই আলাদা দেশে!
নিজস্ব প্রতিবেদন: একই সঙ্গে ভারতের জোড়া টিম খেলছে আন্তর্জাতিক আঙিনায়। বিরাট কোহলিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে রয়ে গিয়েছেন ইংল্যান্ডেই। অগাস্টে ব্রিটিশদের বিরুদ্ধে এখানেই খেলবেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া রয়েছে শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রে তাঁরা তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। দুই দলই অনুশীলনে ব্যস্ত এখন।
#TeamIndia pic.twitter.com/8dOk8uYM7W
(@BCCI) July 16, 2021
Hello, Durham. Great to be here #TeamIndia pic.twitter.com/grKVbb7VOF
(@BCCI) July 16, 2021
Evening
Lights ON
Intensity
We get you all the deets from #TeamIndia's first practice session under lights in Colombo - by @ameyatilak & @28anand
Watch the full video #SLvIND https://t.co/sNqmij1Lox pic.twitter.com/LjtPSV4RLy
(@BCCI) July 16, 2021
আরও পড়ুন: Gill র পরিবর্তের সিদ্ধান্ত ম্যানেজমেন্টের, সাফ জানিয়ে দিলেন Sourav
শুক্রবার ডারহামে টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। যদিও ভারতীয় দলে করোনা হানা দেওয়ায় একাধিক ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ এখনও ডারহামে আসেননি। টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) ও দলের সাপোর্ট স্টাফ (থ্রোডাউন স্পেশালিস্ট) দয়ানন্দ গরানির (Dayanand Garani) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গরানির সংস্পর্শে আসায় দেশের বঙ্গজ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, অভিমন্য়ু ঈশ্বরণ ও ভারতের বোলিং কোচ ভরত অরুণরা নিজের হোটেলের ঘরে ১০ দিন নিভৃতবাস কাটাচ্ছেন। পরে তাঁরা ডারহামে এসে বায়ো-বাবলে প্রবেশ করবেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)