IND vs NZ,4th T20I: চোটে নেই উইলিয়ামসন, টস জিতে ওয়েলিংটনে ফিল্ডিং কিউইদের
চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে ভারতীয় দল। দলে তিনটি বদল হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সিরিজ হারের পর চতুর্থ টি-টোয়েন্টিতে নামার আগে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। বাঁ কাঁধের চোটের জন্য ওয়েলিংটন ম্যাচ থেকে ছিটকে গেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দেবেন টিম সাউদি।
Captain Kane Williamson has been ruled out of tonight’s 4th T20I with a left-shoulder injury (AC joint) sustained while diving in the field in game 3. He will hopefully be available for the final game of the series at Bay Oval. Tim Southee will captain the side in T20I 4. #NZvIND pic.twitter.com/0Igj6RMnzg
— BLACKCAPS (@BLACKCAPS) January 31, 2020
হ্যামিলটনে সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এবার ক্লিন সুইপের লক্ষ্যে ওয়েলিংটনে টিম ইন্ডিয়া। শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টিম সাউদি।
New Zealand have won the toss and they will bowl first.#NZvIND pic.twitter.com/IXbSLmsQ1Q
— BCCI (@BCCI) January 31, 2020
চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে ভারতীয় দল। দলে তিনটি বদল হয়েছে। রোহিত শর্মা, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর এবং নভদীপ সাইনি প্রথম একাদশে। অন্যদিকে নিউ জিল্যান্ড দলেও বেশ কয়েকটি পরিবর্তন করেছে। সিরিজে প্রথম জয়ের খোঁজে কিউইরা। নিউ জিল্যান্ড দলেও দুটি বদল হয়েছে। উইলিয়ামসনের পরিবর্তে দলে টম ব্রুস আর কলিন ডি গ্র্যান্ডহোমের পরিবর্তে ড্যারেল মিচেল খেলছেন। এদিকে সিরিজ জয়ের পর ভারত অধিনায়কের লক্ষ্য নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা ।
আরও পড়ুন - স্প্যানিশ ফুটবলের ইতিহাসে অনন্য নজির গড়লেন লিও মেসি