ICC U19 World Cup 2020: আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে বাংলাদেশ
১০৪ রানে ম্যাচ জিতে নেয় শাকিবরা।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বক্রিকেটে ফের চমক দিল বাংলাদেশের যুব দল। আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। বাংলাদেশের ২৬২ রানের জবাবে মাত্র ১৫৭ রানেই শেষ প্রোটিয়াদের ইনিংস।
সুপার লিগ কোয়ার্টার ফাইনালে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ব্রাইস পারসনস। তানজিদ হাসানের ৮০, সাহাদাত হাসানের অপরাজিত ৭৪ এবং তৌহিদ হৃদয়ের ৫১ রানের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে বাংলাদেশ।
Some very, very happy fans!
What a performance by their side #U19CWC | #SAvBAN | #FutureStars pic.twitter.com/ljjAmJ0U0W
— Cricket World Cup (@cricketworldcup) January 30, 2020
২৬২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রাকিবুল হাসানের ঘূর্ণিতে কুপোকাত্ প্রোটিয়ারা। একা লড়াই করে গেলেন লিউক বুফোর্ট। ৬০ রান করেন তিনি। ৯.৩ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন রাকিবুল। ২টি উইকেট নেন শাকিব। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ১০৪ রানে ম্যাচ জিতে নেয় শাকিবরা।
আরও পড়ুন - আন্তর্জাতিক ফুটবলে ১৮৫ গোল! গোলের বিশ্বরেকর্ড গড়লেন সিনক্লেয়ার