India vs New Zealand: ইডেনে ছক্কা হাঁকিয়ে এলিট ক্লাবে Rohit Sharma
৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারদের তালিকায় রোহিত আছেন তিনে।
নিজস্ব প্রতিবেদন: পয়মন্ত ইডেন গার্ডেন্স (Eden Gardens) রোহিত শর্মাকে (Rohit Sharma) খালি হাতে ফেরাল না। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে রোহিত ফের ঝলসালেন। শুধু তাই নয়, ছক্কা হাঁকানোর এক অনন্য টি-২০ আন্তর্জাতিক রেকর্ডও করে ফেললেন 'হিটম্যান'। কিউয়ি ওপেনার মার্টিন গাপটিলের (Martin Guptill) পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রোহিত দেশের জার্সিতে ১৫০ নম্বর ছক্কা হাঁকালেন। আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিতই এখন দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার।
আরও পড়ুন: India vs New Zealand: 'ইডেন বেল' বাজিয়ে ম্যাচের শুভারম্ভ করলেন Sourav Ganguly
FIFTY for the Skipper @ImRo45 brings up his 26th T20I half-century in 27 deliveries.
https://t.co/kbSRlDEQf1 #INDvNZ @Paytm pic.twitter.com/UZAFjUssw5
— BCCI (@BCCI) November 21, 2021
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ঈশান কিশানের সঙ্গে ওপেন করতে নেমে রোহিত ৩১ বলে ঝোড়ো ৫৬ রানের ইনিংস খেলেন। মাত্র ২৭ বলে কেরিয়ারের ২৬ তম আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি করেন। রোহিতের হাত থেকে এসেছে ৫টি চার ও ৩টি ছয়। তিন ছক্কার মধ্যে এদিন লকি ফার্গুসনকে (Lockie Ferguson) রোহিত স্কোয়্যার লেগ দিয়ে ওভার বাউন্ডারিতে পাঠান। ১১৯ ম্যাচে রোহিতের ঝুলিতে এল ১৫০ নম্বর ছয়। গাপটিলের ঝুলিতে আছে ১১২ ম্যাচে ১৬১টি ছয়। ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারদের তালিকায় রোহিত আছেন তিনে। একে ক্রিস গেইল (৫৫৩), দুয়ে শাহিদ আফ্রিদি (৪৭৬) ও তিনে রোহিত (৪৫৪)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে রোহিত প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪৮ ও ৫৫ রানের ইনিংস খেলেছেন। এদিনও রোহিত ব্যাট হাতে আলো জ্বাললেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)