ভারতের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে, আশঙ্কা ভুবির

ওয়েব ডেস্ক: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই পড়ে গিয়েছে ১৩টি উইকেট। দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার পর ২৮ রানে ৩ উইকেট খুঁইয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। আর এখানেই আশঙ্কার কথা শোনালেন ভুবনেশ্বর কুমার। তিনি বলেন, ''টেস্ট ক্রিকেটের পক্ষে খুব ভাল দিন গেল। তবে ম্যাচ কঠিন হতে চলেছে। পরিস্থিতি সামলানোর দক্ষতা আমাদের রয়েছে।'' 

কেপটাউনে ভারতকে প্যাঁচে ফেলতে সবুজ পিচ তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শুরুতেই ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু, ভুবনেশ্বরকে সঙ্গত দিতে পারলেন না বাকিরা। কোণঠাসা অবস্থা থেকে দলকে তিনশোর কাছাকাছি টেনে নিয়ে গেলেন ফ্যাফ ডুপ্লেসিরা। ভুবনেশ্বর কুমার নিজেও স্বীকার করলেন, ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছেন বোলাররা। 

আরও পড়ুন- বোলারদের ত্রাস সনত্ জয়সূর্য এখন হাঁটতেও অক্ষম

তবে আরও একটা আশঙ্কার কথা শুনিয়েছেন ভুবনেশ্বর। তাঁর কথায়, ''কেপটাউনে বল সুইং করে না। কিন্তু হাওয়ায় বল ঘোরে। সেটাই কাজে লাগিয়েছে। সকালের দিকে পিচে ভিজে ভাবও থাকে।''   

আরও পড়ুন- বিদেশে পুরনো রোগে আক্রান্ত হলেন বিরাট কোহলি, বেকায়দায় ভারত

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় ব্যাটসম্যানদের গতির পিচে খেলার অভ্যাস নেই। শুরুর দিকে সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকাকে কম রানে বেঁধে রাখলে অ্যাডভান্টেজ পেত টিম ইন্ডিয়া। এই ধরনের পিচে ভারতীয়দের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। 

English Title: 
India Vs South Africa, 1st test, Day 1: Bhuvneshwar Kumar predicts rough days ahead for India
News Source: 
Home Title: 

ভারতের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে, আশঙ্কা ভুবির

ভারতের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে, আশঙ্কা ভুবির
Yes
Is Blog?: 
No
Section: