India vs South Africa 2023-24 Tour: বিশ্বযুদ্ধের পরেই ম্যান্ডেলার দেশে ভারত, তিন ফরম্যাটের সূচি ঘোষিত

India vs South Africa 2023-24 Tour: ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হলেই ভারতের অপেক্ষায় থাকবে দক্ষিণ আফ্রিকা। ম্যান্ডেলার দেশে তিন ফরম্যাটের সিরিজ খেলতেই উড়ে যাবে টিম ইন্ডিয়া।

Updated By: Jul 14, 2023, 07:36 PM IST
India vs South Africa 2023-24 Tour: বিশ্বযুদ্ধের পরেই ম্যান্ডেলার দেশে ভারত, তিন ফরম্যাটের সূচি ঘোষিত
এবার মিশন দক্ষিণ আফ্রিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (Board of Control for Cricket in India, BCCI) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa, CSA) যৌথ ভাবে বহু প্রতীক্ষিত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ঘোষণা করে দিল (India vs South Africa 2023-24 Tour)। ডিসেম্বর-জানুয়ারি মাসে রোহিত শর্মারা (Rohit Sharma) যাবেন সিংহের দেশে। গান্ধী-ম্যান্ডেলা ট্রফির (Gandhi-Mandela Trophy) ফ্রিডম সিরিজে (Freedom Series) খেলা হবে তিন ফরম্যাটেই। শুক্রবার চলে এল সূচি। ঘরের মাঠে বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) শেষ করেই টিম ইন্ডিয়ার বড় অ্যাসাইনমেন্ট- মিশন দক্ষিণ আফ্রিকা। সীমিত ওভারের ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলবে দুই দেশ। লাল বলের ক্রিকেটে হবে দুই ম্যাচের সিরিজ।

আরও পড়ুন: Yashasvi Jaiswal | WI vs IND: ভারতের 'আরেক যশস্বী' শুধু সুযোগের অপেক্ষায়! কিংবদন্তির কড়া বার্তা নির্বাচকদের

প্রথম টি-২০, ডারবান, ১০ ডিসেম্বর
দ্বিতীয় টি-২০, পোর্ট এলিজাবেথ, ১২ ডিসেম্বর
তৃতীয় টি-২০, জোহানেসবার্গ, ১৪ ডিসেম্বর

প্রথম ওয়ানডে, জোহানেসবার্গ, ১৭ ডিসেম্বর
দ্বিতীয় ওয়ানডে, পোর্ট এলিজাবেথ, ১৯ ডিসেম্বর
তৃতীয় ওয়ানডে, পার্ল, ২১ ডিসেম্বর

প্রথম টেস্ট, সেঞ্চুরিয়ন- ২৬-৩০ ডিসেম্বর (বক্সিং ডে টেস্ট)
দ্বিতীয় টেস্ট, কেপটাউন- ৩-৭ জানুয়ারি (২০২৪)

১৯৯২ সালে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের পর থেকে ভারতের এটি নবম সফর হতে চলেছে। ২০২১-২২ মরসুমে শেষবার ভারত টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্য়বধানে। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের কাছে ভারত ০-৩ হোয়াইটওয়াশ হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ বললেই ভেসে ওঠে সৌরভ গঙ্গেপাধ্যায় বনাম বিরাট কোহলির ডুয়েলের কথা। মহারাজের বোর্ড সভাপতি থাকার সময়ই বিরাট তাঁর অধিনায়কত্বের তাজ হারান। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট জানিয়ে দেন যে, কাপযুদ্ধ শেষ হলেই তিনি এই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। এরপর এই বছরের শেষেই দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল উড়ে যাওয়ার আগে ৫০ ওভারের ফরম্যাটের নেতৃত্ব হারান বিরাট। এবং সাংবাদিক বৈঠকে এসে সৌরভকে ঘুরিয়ে মিথ্যাবাদী বলে দিয়েছিলেন। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর প্রোটিয়াসদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর লাল বলের ক্রিকেটের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান বিরাট। 

আরও পড়ুন: Yashasvi Jaiswal | WI vs IND: সেঞ্চুরিতে স্বপ্নের টেস্ট অভিষেক! যে সাত রেকর্ডে নাম জুড়ল যশস্বীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.