সিরিজ বাঁচাতে কাল ডারবানে মরণবাঁচন ম্যাচ খেলতে নামছে ধোনি বাহিনী

ডারবানে কাল ভারতের সিরিজ বাঁচানোর লড়াই। দ্বিতীয় একদিনের ম্যাচে জিতলেই সিরিজ দক্ষিন আফ্রিকার। বোলারদের ব্যর্থতায় পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে। ডারবানে ধোনিদের বাঁচার লড়াই। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হার মানেই একদিনের সিরিজ হারাতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। ডেভিলিয়ার্সদের কাছে আরও একটা হার মানেই কোহলিদের গায়ে লেগে যাবে ঘরের মাঠে বাঘ আর বিদেশের মাটিতে বেড়াল তকমাটা। তাই কিংসমিডে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু।

Updated By: Dec 7, 2013, 09:53 PM IST

ডারবানে কাল ভারতের সিরিজ বাঁচানোর লড়াই। দ্বিতীয় একদিনের ম্যাচে জিতলেই সিরিজ দক্ষিন আফ্রিকার। বোলারদের ব্যর্থতায় পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে। ডারবানে ধোনিদের বাঁচার লড়াই। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হার মানেই একদিনের সিরিজ হারাতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। ডেভিলিয়ার্সদের কাছে আরও একটা হার মানেই কোহলিদের গায়ে লেগে যাবে ঘরের মাঠে বাঘ আর বিদেশের মাটিতে বেড়াল তকমাটা। তাই কিংসমিডে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু।

জোবার্গে ১৪০ রানে হারতে হয়েছিল ধোনিদের। ম্যাচের পর বোলারদের তুলোধনা করেছিলেন ভারত অধিনায়ক। বিশেষ করে দুই পেসার মোহিত শর্মা আর ভুবনেশ্বর কুমার একেবারেই ছাপ ফেলতে পারেননি। মনে করা হচ্ছে ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে আসতে পারেন উমেশ যাদব। কিংসমিডের পিচে উমেশের গতিকে কাজে লাগাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আকাশ মেঘলা থাকলেও,কিংসমিডের পিচ ভারতীয়দের সাহায্য করতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় থিঙ্কট্যাঙ্কের ধারণা পেসাররা ছাড়াও ডারবানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দুই স্পিনার অশ্বিন আর রবীন্দ্র জাদেজা।ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটিংলাইনআপের কাছ থেকেও দায়িত্বশীল ইনিংস চাইছেন ধোনি।প্রথম ম্যাচে বড়ব্যবধানে হারকে একটা খারাপ দিন হিসাবেই দেখতে চাইছে ভারতীয় দল।রবিবার থেকে ছন্দে ফিরতে মরিয়া ধোনিরা।

.